Hrithik-এর সামনেই প্রাক্তন’কে জড়িয়ে ধরলেন Saba Azad, তারপর যা হল…

0
57

বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউডের হট টপিক হৃতিক রোশন আর সাবা আজাদ। সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের দীর্ঘ সময় পর ফের নতুন করে সঙ্গীতশিল্পী সাবা আজাদের প্রেমে পড়েন বলিউড গ্রিক গড। গায়িকা সাবা’কে রীতিমতো এখন চোখে হারায় হৃতিক। কাজের ফাঁকে মাঝে মধ্যেই বেড়িয়ে পড়েন একসঙ্গে সময় কাটাতে। কখনও কফি শপে আবার কখনও বন্ধুর বিয়েতে। সম্প্রতি প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা গিয়েছে সাবা আজাদ’কে। প্রাক্তন’কে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন গায়িকা-অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

ভিডিওতে বলিউড অভিনেতা হৃতিক রোশন’কেও দেখা গিয়েছে। শুধু তাই নয় Hrithik-এর সামনেই প্রাক্তন’কে জড়িয়ে ধরলেন সাবা আজাদ। অভিনেতাও প্রেমিকার প্রাক্তন’কে জড়িয়ে ধরেছেন। বিটাউন সূত্রে খবর, নাসিরুদ্দিন শাহের ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবা আজাদের। দুজনের একটি মিউজিক ব্যান্ডও আছে, ‘Madboy’/’Mink’। সেই সূত্রেই এদিন দু’জনের কাছাকাছি আসা। মাঝে মধ্যেই বিভিন্ন শহরে কনসার্টে ইমাদ’কে নিয়ে বেরিয়ে পড়েন গায়িকা।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল, একসঙ্গে লিভ ইন করার পরিকল্পনা করছেন হৃত্বিক-সাবা। মুম্বইয়ের জুহু-ভারসোভা লিঙ্ক রোডে ‘মন্নত’ নামের একটি বিল্ডিংয়ে দুটি অ্যাপার্টমেন্টও কিনে ফেলেছেন। তার দাম প্রায় ১০০ কোটি। যদিও সে খবর সম্পূর্ণ ‘মিথ্যে’ বলে জানিয়েছেন অভিনেতা।