OMR শিট প্রস্তুতকারী নীলাদ্রি দাসকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

0
94
OMR
প্রতীকী ছবি

অভ্রদীপ দাস, কলকাতা: শুক্রবার গ্রুপ সি মামলায় গ্রেফতার করা হয় নীলাদ্রি দাসকে। তদন্তে অসহযোগিতার অভিযোগকে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় নীলাদ্রিকে। তাঁকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: রাজ্যকে চাপে ফেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদী সরকার

- Advertisement -

SSC নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম নাইসার কোনো আধিকারিককে গ্রেফতার করা হয়েছে সিবিআইয়ের তরফে। নাইসা-এসএসসি’র তদন্ত করতে গিয়ে, নাইসার অফিসে গিয়ে তদন্ত চালিয়েছে সিবিআই। দিল্লি ও গাজিয়াবাদের অফিসে-ও তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

সূত্রের খবর, নাইসাতে OMR শিট তৈরি হত। সেখান থেকে প্রচুর OMR শিট বাজেয়াপ্ত করেন সিবিআইয়ের আধিকারিকরা। এছাড়া সেখান থেকে সিবিআই তদন্ত করে এও দাবি করে যে, ফাঁকা omr শিট পাওয়া গিয়েছে। একাধিকবার এই তথ্য সিবিআই কোর্টে-ও জমা দিয়েছে। সেই নাইসা সংস্থার আধিকারিক নীলাদ্রি দাসকে এদিন নিজাম প্যালেসে তলব করা হয়েছিল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

জিজ্ঞাসাবাদের পর গোটা ষড়যন্ত্রে তাঁর একটি ভূমিকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। অর্থাৎ OMR শিট যেভাবে নষ্ট করা হয়েছিল, পুরোটাই পূর্বপরিকল্পিত। যা পুরোপুরি জানতেন এই সংস্থার অন্যতম ডিরেক্টর নীলাদ্রি দাস। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।