মরশুমে অপরাজেয় থাকার রেকর্ড নিয়ে অভিযান শুরু নেতা রোহিতের

0
35

বেঙ্গালুরু: অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ৩৬ রানে অলআউট হতে হয়েছিল। এছাড়া গোলাপি বল টেস্টে অনবদ্য রেকর্ড ভারতের। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ধারা-ই বজায় রাখল টিম রোহিত শর্মা। দলগত সংহতিতে-ই ছিনিয়ে নিল ২৩৮ রানের সুবিশাল জয়। কিন্তু তার থেকেও উল্লেখযোগ্য যেটা, এই জয়ের সুবাদে ঘরের মাঠে গোটা মরশুমে (Cricket Season) অপরাজেয় থাকার রেকর্ড গড়ে ফেলল ভারত।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

২০২১-২২ মরশুমে (Cricket Season) ঘরের মাঠে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ‘টিম ইন্ডিয়া’। যার শুরুটা হয়েছিল নভেম্বরে নিউজিল্যান্ডের ভারত সফর থেকে। এরপর থেকে ৪টি টেস্ট, ৩টি টেস্ট এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এর মধ্যে ১টি টেস্ট ড্র হয়। বাকি সবগুলি ম্যাচ-ই নিজেদের পকেটস্থ করেছে “মেন ইন ব্লু”।

উল্লেখ্য, চলতি ২০২১-২২ মরশুমে (Cricket Season) আর ঘরের মাঠে কোনও সিরিজ নেই। এরপর ঘরের মাঠে ফের সিরিজ আগামী জুনে। ফলে কার্যত অপরাজেয় থেকেই এই ২০২১-২২ মরশুমটি শেষ করছে “টিম ইন্ডিয়া”।

আরও পড়ুন: Bumrah: ঘরের মাঠে প্রথম ৫ উইকেটের গোপন রেসিপি জানালেন জাস্যি

একইভাবে রেকর্ড গড়ে ফেললেন অধিনায়ক রোহিত শর্মাও। জাতীয় দলের পূর্ণাঙ্গ নেতৃত্ব পাওয়ার পর এ-ই ছিল রোহিতের প্রথম মরশুম। দক্ষিণ আফ্রিকায় চোটের কারণে তিনি নামতে পারেননি। যা খেলেছেন, সবই ঘরের মাঠে। ফলে নেতা হিসেবে প্রথম মরশুমে-ই (Cricket Season) অপরাজেয় থাকার নজির গড়ে ফেললেন হিটম্যান।