টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে হঠাৎ নয়া অধিনায়ক, নির্বাচন করলেন খোদ কোহলি

0
39
IND vs ENG : Virat Kohli sledge Jonny Bairstow

বিশ্বদীপ ব্যানার্জি: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আর একমাস-ও বাকি নেই। এর মধ্যেই টিম নয়া অধিনায়ক বেছে নেওয়া হল। আর বেছে নিয়েছেন স্বয়ং বিরাট কোহলি। যে খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট মহলে। আর কোহলি যাকে বেছে নিয়েছেন, সেই নামটিও রীতিমত চমকপ্রদ।

আরও পড়ুন: আগামী বছরও খেলবেন ধোনি, জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস

- Advertisement -

চলতি আইপিএলে পারফরম্যান্স দেখে টিম ইন্ডিয়ার আগামী ক্যাপ্টেন বেছে নিয়েছেন কোহলি। শুভমন গিলকে বেছে নিয়েছেন তিনি। গিলের একটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, “যদি কারও মধ্যে যোগ্যতা থাকে তো সে হল শুভমন গিল।” এরই সঙ্গে যোগ করেছেন, “এভাবেই এগিয়ে যাও আর ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দাও।”

Virat Kohli

তবে গিলকে নেতা হিসেবে বেছে নিলেও আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই তাঁকে নেতৃত্বের ভার দেওয়ার কথা বলছেন না প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ফাইনালে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা-ই। রোহিতের পর গিলকে নেতা হিসেবে দেখতে চান কোহলি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যদিও বাস্তবে চিত্রটা একটু অন্যরকম। গিল নন। বরং নির্বাচকদের ভাবনায় হার্দিক পাণ্ডিয়ার নাম। যার ইঙ্গিত-ও পাওয়া যাচ্ছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্ষুদ্রতম ফরম্যাটে দেশকে হার্দিক-ই নেতৃত্ব দিয়ে আসছেন। যদিও সরকারিভাবে কিছু এখনও জানানো হয়নি বোর্ডের তরফে।