চেন্নাই-মুম্বইয়েরও নিচে শেষ করার অশনি সংকেত নাইটদের সামনে

0
42

বিশ্বদীপ ব্যানার্জি: চলতি আইপিএলের সবথেকে দুই কমজোরী দল লিগ টেবিলের সবথেকে নিচের দুই স্থানে অবস্থান করছে। ৯ নম্বরে চেন্নাই সুপার কিংস, এবং ১০ -এ মুম্বই ইন্ডিয়ান্স। এদের ঠিক ওপরেই ৮ নম্বরে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে নাইটরা চেন্নাই-মুম্বইয়ের নিচে নেমে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

আর সত্যি বলতে, জল সেদিকেই গড়াচ্ছে। যা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেকেআর সমর্থকেরা। তাঁদের একটাই দাবি, “আগে খেলা শিখুক। দল কীভাবে গড়তে হয়, সেটা শিখুক। তারপর খেলতে আসবে।” এসব দেখেশুনে কে বলবে, এই ফ্র্যাঞ্চাইজির-ই ভাঁড়ারে নাকি দু-দুটো আইপিএল ট্রফি!

কোনও রকম গঠনমূলক পরিকল্পনা নেই। অধিনায়ক এখনও অবধি বুঝেই উঠতে পারছেন না, টসে জিতলে কী করা উচিত? ব্যাটিং না বোলিং? আইপিএল ২০২২ -এর শেষের শুরু হয়ে গিয়েছে, অথচ এখনও পর্যন্ত শ্রেয়স বুঝেই উঠতে পারছেন না পিচের চরিত্র। যদিও তাঁকে একা কতটা দোষ দেওয়া যাবে, সে নিয়ে তর্কটা জারি থাকবে? ব্যাটার, বোলাররাই যদি সাথ না দেন, নেতা একা কী করবেন?

তবু উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারা নিজেদের মত করে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ব্যাঙ্কে যদি নগদই না থাকে, তাহলে আর পাহারাদার বসিয়ে লাভ কী? অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার, নীতিশ রাণা, ভেঙ্কটেশ আইয়ার— ব্যাটিং অর্ডারে একের পর এক ভারী নাম। এতটাই ভারী যে সে ভার তাঁরা নিজেরাই রোজ বহন করতে পারছেন না। আর যেদিন পারছেন না, একা কুম্ভের ভূমিকায় আন্দ্রে রাসেল। কিন্তু ওই যে, তিনিও বা একা কী করবেন?

আরও পড়ুন: করোনা সংকটে বেশি ক্ষতিগ্রস্ত ফরাসি ক্লাবগুলি, দ্বিগুণ ক্ষতি পিএসজির

সব মিলিয়ে লিগ টেবিলের সবার নিচে শেষ করার খাঁড়া আরও একবার নাচতে শুরু করেছে শাহরুখ খানের দলের সামনে। এই মুহূর্তে কলকাতা ১১ ম্যাচে ৮ পয়েন্ট; নেট রানরেট -০.৩০৪। এর ঠিক নিচে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস কিন্তু পরের ম্যাচেই নাইটদের টপকে যেতে পারে। তাদের পয়েন্ট এবং রানরেট যদিও যথাক্রমে ৬ এবং -০.৪৩১। কিন্তু তারা ১টি ম্যাচ কম খেলেছে।

কলকাতাকে টপকে যাওয়ার সমূহ সুযোগ এ মুহূর্তে সবথেকে নিচে থাকা রোহিত শর্মাদের সামনেও। টানা ৮ ম্যাচ হারলেও এই মুহূর্তে মুম্বই পল্টন ১০ ম্যাচে ৪ পয়েন্ট; নেট রানরেট -০.৭২৫। অর্থাৎ তারাও একটি ম্যাচ কম খেলেছে কেকেআরের থেকে। অর্থাৎ চেন্নাই এবং মুম্বই, দুই দলের হাতেই আরও ৪টি ম্যাচ রয়েছে। এর মধ্যে একটি যদিও পরস্পরের মধ্যে। তবু বাস্তব এই যে কলকাতার হাতে রয়েছে আর মোটে ৩ ম্যাচ। যার মধ্যে একটি আবার মুম্বই ইন্ডিয়ান্সের-ই বিরুদ্ধে। যা পরিস্থিতি তাতে এই ৩ ম্যাচেই জয়ের মুখ না দেখলে অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে নেট রানরেট আরও পড়তে বাধ্য। হয়ত বাকি দুই দলেরও নিচে নেমে যাবে। সেক্ষেত্রে ধোনি আর রোহিত শর্মারা বাকি ৪ ম্যাচের মধ্যে অন্ততঃ দুটি জিততে পারলেই তো কেল্লাফতে!