গ্যাসের দাম বাড়তে চাহিদা বাড়ছে ঘুটে-কয়লার, উনুনে লুচি ভেজে বোঝালেন ওরা

0
64

কামারহাটি: ছুটির সকালে রাস্তার ধারে পাতা টেবিল৷ তাতে সারি সারি ঝুড়িতে রাখা কয়লা ও ঘুটে! নিচে টিনের উনুন৷ তাতেই কয়লা, ঘুটে দিয়ে জ্বালানো হল উনুন৷ উনুন জ্বলতে চড়ল কড়া৷ ঢালা হল তেল৷ ভাজা হল লুচি৷ গরম গরম সেই লুচি খেলেন আন্দোলনকারীরা৷ খেলেন স্থানীয়রাও৷ একই সঙ্গে স্থানীয়দের বিলি করা হল এক ঝুড়ি করে কয়লা ও ঘুটে!

কেন্দ্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে শনিবারই নতুন করে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ১০২৬ টাকা৷ এরই প্রতিবাদে রবিবার ছুটির সকালে কামারহাটি পুরসভার ২৪নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া দেশপ্রিয় নগরে এমন অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন তৃণমূলের স্থানীয় মহিলারা৷ নেতৃত্বে ছিলেন কাউন্সিলর বিমল সাহা৷ তিনি বলেন, ‘‘হাজার টাকার উপর গ্যাসের দাম আর বিজেপির মুখে রাম নাম৷ যেহারে গ্যাসের দাম বাড়ছে তাতে আমাদের সকলে আবার সেই কয়লা ও ঘুটের জমানায় ফিরে যেতে হবে৷ তাই সময় থাকতেই মানুষের ঘরে ঘরে আমরা ঘুটে ও কয়লা বিলি করা শুরু করলাম৷’’

- Advertisement -

আন্দোলনকারীদের গলায় ঝুলছিল গ্যাসের ছবি দেওয়া প্ল্যাকার্ড৷ তাতে লেখা, অবিলম্বে গ্যাসের দাম ৫০০ টাকা কমাতে হবে। কোনওটায় বা টিপ্পনি কেটে লেখা, ‘‘ফিরে এলাম কয়লা, ঘুটে, উনানে৷ ভোটাররা জবাব দেবে লোকসভা নির্বাচনে!’ প্রতিবাদী মিনু রায় বলেন, ‘‘যেভাবে গ্যাসের দাম বেড়েছে সেজন্যই রাস্তায় নেমেছি৷ বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি। প্রতিবাদ করছি, যাতে প্রতিকার পায়৷’’ প্রতিবাদের এহেন অভিনব পন্থা দেখে সাধারণ মানুষ তো বটেই বেশ ‘মজা’ পেয়েছেন বিজেপির স্থানীয় কর্মীরাও৷ তাঁরা বলছেন, ‘‘হতে পারি বিজেপি সমথর্ক৷ কিন্তু এভাবে গ্যাসের দাম বৃদ্ধি সত্যিই মেনে নেওয়া যায় না!’’

আরও পড়ুন: Post-poll violence: পাল্টা ‘সন্ত্রাসে’র অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে, থানার দ্বারস্থ মহিলারা