এশিয়া কাপের জন্য প্রস্তুত রাহুল, ওপেনিং জুটি কী হবে জানিয়ে দিল বোর্ড

0
36

বিশ্বদীপ ব্যানার্জি: আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে চলেছে এশিয়া কাপ। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে কার্যত যা প্রস্তুতি বলে মনে করছে সব দল। ফলতঃ ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় চোট সারিয়ে দলে ফিরতে প্রস্তুত কে এল রাহুল-ও। সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: ২০২৮ অলিম্পিকে যুক্ত হতে পারে ক্রিকেট

- Advertisement -

দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিলেন টিম ইন্ডিয়া’র সহ অধিনায়ক। ধারণা করা হয়েছিল, হয়ত আগামী জিম্বাবুয়ে সফরেই তিনি দলে ফিরে আসতে পারেন। কিন্তু তাঁর যে অস্ত্রোপচার হয়েছিল, কোভিড-১৯ এর জেরে তা থেকে সেরে উঠতে দেরি হয়েছে। সে কারণেই জিম্বাবুয়েতে নেই রাহুল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে এশিয়া কাপে ফিরে আসতে প্রস্তুত তিনি।

রাহুল ফিরে এলে ভারতের ওপেনিং জুটি কী হতে পারে? রাহুলের অনুপস্থিতিতে গত ২-৩ মাসে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে কখনও ঋষভ পন্থ আবার কখনো সূর্যকুমার যাদবকে দেখা গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, “কে এল রাহুলকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। তিনি যখনই টি-টোয়েন্টি খেলবেন, স্পেশালিস্ট ওপেনার হিসেবেই খেলবেন। সূর্য আর ঋষভ মিডল অর্ডারে খেলতে প্রস্তুত।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে শুধু কে এল রাহুল নয়। এশিয়া কাপে দলে ফিরতে প্রস্তুত দীপক চাহার-ও। দীর্ঘদিন তিনিও দলের বাইরে। তবে জিম্বাবুয়ে সফরে ফের ভারতীয় জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। আশা করা হচ্ছে, এশিয়া কাপে-ও দলের অন্যতম মুখ হবেন তিনি।