মহিলাদের আইপিএলে প্রথম হ্যাটট্রিক, ইতিহাসে ঢুকে গেলেন ইসি উওং

0
77

বিশ্বদীপ ব্যানার্জি: পুরুষদের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন চেন্নাই সুপার কিংসের লক্ষ্মীপতি বালাজি। সেই স্মৃতি ফিরিয়ে মহিলাদের আইপিএলে প্রথমবার হ্যাটট্রিক করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ইসি উওং। যার সুবাদে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে হারিয়ে ফাইনালে মুম্বই পল্টন।

আরও পড়ুন: রোহিত শর্মার দোষেই টানা তিন ম্যাচে শূন্য সূর্যকুমারের, যুক্তি দিলেন পাকিস্তানের প্রাক্তনী

- Advertisement -

নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ তোলে মুম্বই। জবাবে ১১০ রানেই শেষ ইউপি ওয়ারিয়র্স। বিপক্ষ ইনিংসের ১৩ তম ওভারে হ্যাটট্রিক করেন উওং। সব মিলিয়ে ১৫ রানে মোট ৪টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই ডানহাতি পেসার।

উওংয়ের তিনটি শিকার যথাক্রমে কিরণ নবগিরে (৪৩), সিমরান শেখ (০) এবং সোফি একলেস্টোন (০)। ১৩ তম ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে তিনজনকে আউট করেন ইসি উওং। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩৮ বলে অপরাজিত ৭২ রানের ধামাকাদার ইনিংস খেলে যান ন্যাট শিভার ব্রান্ট।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এলিমিনেটরে এই জয় মুম্বই ইন্ডিয়ান্সকে পৌঁছে দিল প্রতিযোগিতার ফাইনালে। রবিবার মুম্বইয়ের বেবোর্ন স্টেডিয়ামে ফাইনাল। দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। পুরুষদের আইপিএলে সর্বাধিক শিরোপাজয়ী দলের নাম মুম্বই ইন্ডিয়ান্স। মহিলাদের আইপিএলে-ও যে তারা কম যায় না, সেটাই যেন দেখা যাচ্ছে।