অর্ধচন্দ্রের নিচে শুক্রের বিন্দু যেন মা কালীর কপাল

0
123
Maa Kali
ছবি ঋণ: The Naihati Buzz ফেসবুক পেজ

বিশ্বদীপ ব্যানার্জি: শুক্রবার সন্ধ্যায় এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। এদিন সূর্য ডুবতেই আকাশে অর্ধচন্দ্রের নিচে বিন্দুর মত দেখা গেল শুক্র গ্রহকে। সূর্যকে পরিক্রমণকালে শুক্র এবং চাঁদ এক রেখায় চলে আসায় এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা।

আরও পড়ুন: শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ: কোথায় কোথায় জানেন কি

- Advertisement -

এমনিতে শুক্র আকারে পৃথিবীর কাছাকাছি। তবে চাঁদ শুক্রের তুলনায় পৃথিবীর কাছাকাছি অবস্থান করায় অর্ধেক চাঁদের তলায় শুক্রকে মনে হচ্ছিল এক ছোট্ট বিন্দু। দেখে মনে হচ্ছিল যেন উল্টানো চন্দ্রবিন্দু। তবে আরও একটি ছবি মনে করিয়ে দেয় এই দৃশ্য। মা কালীর মূর্তিতে দেবীর কপালে তৃতীয় নয়নের নিচে এমনই অর্ধচন্দ্র আর তার নিচে একটি গোলক দেখা যায়।

Maa Kali

যদিও মা কালীর কপালে চন্দ্রের নিচে যে গোলক দেখা যায় তা শুক্র নয়। হিন্দু শাস্ত্র মতে, এটি আসলে সূর্য। আর দেবীর কপালে এই চন্দ্র-সূর্যের উল্কি আসলে প্রকৃতির চালিকাশক্তির প্রতীক। দেবী কালী অর্থাৎ মহামায়ার অপর নাম শক্তি। সে কারণেই মনে করা হয়, চন্দ্র-সূর্য তাঁর-ই নিয়ন্ত্রণে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ফেসবুকে একটি পেজের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। নৈহাটির বিখ্যাত কালীমূ্র্তি বড়মায়ের কথা সকলেই জানে। পেজটি এদিন চাঁদ ও শুক্রের যে ছবি শেয়ার করেছে, সেখানে বড়মায়ের মুখমণ্ডল কল্পনা করা হয়েছে। এই ছবিতে চাঁদ ও শুক্র গ্রহ ছাড়াও বড়মায়ের তিন চোখ, নাক এবং জিভ দেখা যাচ্ছে। হোক বা শুক্র গ্রহ। মনের মাধুরী মিশিয়ে সূর্য কল্পনা করে নিতে ক্ষতি কি?