ঘরশত্রু বিভীষণেরা-ই সবচেয়ে বড় অভিশাপ কলকাতা নাইট রাইডার্সের

0
29

বিশ্বদীপ ব্যানার্জি: করব, লড়ব, জিতবে রে… কলকাতা নাইট রাইডার্সের ট্যাগলাইনে আরও একটি বাক্য যোগ হওয়া প্রয়োজন। ঘরশত্রু বিভীষণদের থেকে বাঁচব রে। ঘরশত্রু বিভীষণ? যাঁরা অতীতে কেকেআরে খেলতেন বা কোনও এক সময় খেলে গিয়েছেন। ইতিহাস সাক্ষী, বারেবারে এঁদের সামনেই হোঁচট খেয়েছে শাহরুখ খানের দল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট IPL আর রাজনীতির মঞ্চের মধ্যে আদতে কোনও ফারাক নেই। দল বদলানো-ই এখানে দস্তুর। খুঁজলে কেবল একটি নামই পাওয়া যাবে, দীর্ঘ ১৪ বছরের ইতিহাসে যা একটি বৈ দুটি দলে দেখা যায়নি। সেই ২০০৮ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-ই ঘরবাড়ি বিরাট কোহলির। বাকি সকলেই অন্ততঃ একবার হলেও রং বদলেছেন।

কিন্তু এমনটা আর একটি দলে-ও দেখা যায় কী, দলবদলুরা বারেবারে এসে হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়ে যাচ্ছেন? কলকাতা নাইট রাইডার্সের কিন্তু জন্মলগ্ন থেকেই এ ধারা অব্যাহত। শুরুটা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকে দিয়ে। কেকেআরের হয়ে গেইলের পারফরম্যান্স মোটেই পাতে দেওয়ার মত নয়। কিন্তু যেই তিনি ২০১১ তে আরসিবিতে গেলেন, বাকিটা ইতিহাস। আর অবধারিতভাবেই কেকেআর হয়ে গেল গেইলের মূল নিশানা। একবার নয়, একাধিকবার তিন অঙ্ক পার করেছেন প্রাক্তন দলের বিরুদ্ধে।

আরও পড়ুন: ৫,৬০০ কোটি টাকার টুর্নামেন্টের প্রস্তাব রামিজ রাজার, নড়েচড়ে বসছে সব বোর্ড

এরপর যথাক্রমে ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক এবং কুলদীপ যাদব। এঁরা প্রত্যেকেই প্রাক্তন নাইট, আর দল বদলের পর কোনও না কোনও সময় পুরনো দলকে বেগ দিয়ে এসেছেন। কুলদীপ যাদব এর মধ্যে নবতম সংযোজন। শাহরুখ খানের দল দিনের পর দিন তাঁকে ডাগআউটে বসিয়ে রেখেছিল। রবিবার ৩/২৫ -এর ম্যাচ জেতানো স্পেলটিই সমস্ত বঞ্চনার জবাব দিয়ে দিল। কিন্তু প্রশ্ন তো সেখানে নয়। বারেবারেই কেন ঘরশত্রু বিভীষণেরা অভিশাপ হয়ে দাঁড়ায় নাইট বাহিনীর জন্য? উত্তর সকলেই জানেন। আবার কেউই জানেন না।