কাউন্সিলর খুনের তথ্য নষ্ট করতেই কি থানায় আগুন, উঠছে প্রশ্ন

0
37
fire

ঝালদা: ঝালদার পুরনো থানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার সকালে হঠাৎ ই থানায় আগুন লেগে যায়। আগুন লাগার জন্য তপন কান্দু হত্যা মামলার সিসিটিভি ফুটেজ নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ দেওঘরে রোপওয়ে ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই মহিলা

- Advertisement -

এদিকে, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুর জল গড়াল কলকাতা হাই কোর্টে। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে নারাজ কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা। সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তিনি। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুনঃ National Herald দুর্নীতি মামলায় ED-র জেরার মুখে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

গত ১৩ মার্চ বিকেলে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে ছিলেন যাদব রজক, শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব, সুভাষ কর্মকার, প্রদীপ চৌরাশিয়া ও সুভাষ গড়াই নামে পাঁচ সঙ্গী। তাঁরা খুনের প্রত্যক্ষদর্শী ছিলেন। এরপরই গত ৬ এপ্রিল নিজের ঘর থেকে শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণবের দেহ উদ্ধার হয়। তাঁর ঘর থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়। বারবার পুলিশি জেরার ফলে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার সিদ্ধান্ত বলেই সুইসাইড নোটে উল্লেখ করেন তিনি। এই ঘটনার ঠিক পরেরদিনই ঝালদা থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এবার এই ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা রুজু করলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা। তিনি সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে মামলা দায়েরের আবেদন জানান। এরপর প্রধান বিচারপতি মামলা গ্রহণের আবেদনের অনুমতি দেন। সেই অনুযায়ী বিচারপতি রাজাশেখর মান্থারের ডিভিশন বেঞ্চে মামলা রুজু হয়। মামলাকারী পূর্ণিমা কান্দুর দাবি, ঘটনায় সিবিআই তদন্ত হোক। কংগ্রেস কাউন্সিলর খুনের অন্যান্য প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা দাবি করেন তিনি। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।