৫,৬০০ কোটি টাকার টুর্নামেন্টের প্রস্তাব রামিজ রাজার, নড়েচড়ে বসছে সব বোর্ড

0
37

শান্তি রায়চৌধুরী: ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে চারদেশীয় টি-টোয়েন্টি সিরিজ করার জন্য দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বোর্ড মিটিংয়ে হাজির হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এই বৈঠকেই রামিজ রাজা চারদেশীয় টুর্নামেন্ট করার জন্য উঠে পড়ে লাগবেন। তবে যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে এই সিরিজ পাশ হয়ে যেতেও পারে। কারণ, আইসিসি বোর্ড মিটিংয়ে উত্থাপনের আগেই নাকি রামিজ রাজা এই টুর্নামেন্টের প্রস্তাবে সমর্থন বাড়ছে ধীরে ধীরে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রতিবছর যদি এই চারদেশীয় টুর্নামেন্ট করা যায়, তাহলে রামিজের ধারণা সম্প্রচার স্বত্ব থেকে ৬৫ কোটি ডলার (৫৬০০ কোটি টাকা) আয় করা সম্ভব। আর আর্থিকভাবে লাভ করার এমন প্রস্তাবে নাকি নড়েচড়ে বসেছে সব বোর্ড।

বলা হচ্ছে, প্রতি বছর একটা সময়ে এই টুর্নামেন্টটি আয়োজন হবে এবং এ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। যা অংশগ্রহণকারী চারটি দেশগুলিতে বন্টন করার পাশাপাশি একটা বড় অংশ আইসিসিকে-ও দেওয়া হবে। আইসিসি ওই অর্থ আবার সদস্য দেশগুলোতে কিংবা সহযোগী সদস্য দেশগুলির ক্রিকেট উন্নয়নে ব্যয় করতে পারবে।

আরও পড়ুন: ১৯৩০-২০২২: ফিফা বিশ্বকাপের বল ইতিহাস

এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী নির্দিষ্ট চারটি দেশ হলেও, এটির পরিচালনার ভার থাকবে আইসিসির হাতে। বিসিসিআই এখনও রামিজ রাজার এই প্রস্তাবে সাড়া দেয়নি। তবে বিসিসিআই একদম বিমুখ, এ কথা-ও বলা যাবে না। কারণ, ২০১৯ সালে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই প্রথমবার এই ধরনের টুর্নামেন্ট করার প্রস্তাব দিয়েছিলেন। তবে শুধু সব বোর্ড সায় দিলেই হবে না, সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে এই প্রস্তাব পাস হতে।