আইপিএল প্লে-অফ খেলতে বাধা রইল না মর্গ্যানদের, পাকিস্তান সিরিজ বাতিল ইংল্যান্ডের

0
86

 

খাস খবর ডেস্ক: শেষমেশ আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। খেলোয়াড়দের সুরক্ষার খাতিরে এবার নিউজিল্যান্ডের পর পাকিস্তান সিরিজ বাতিল করল ইংল্যান্ডও। আর এই কারণেই কিনা হাসি ফুটল আইপিএল ভক্তদের মুখে। কারণ? এবার ইংরেজ খেলোয়াড়দের প্লে-অফ খেলায় বাধা থাকল না যে।

- Advertisement -

কিছুদিন আগেই সুরক্ষার কথা ভেবে পাকিস্তান সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড। প্রথম ওডিআই খেলার আগেই দেশে ফেরার প্লেন ধরেছিল তারা৷ সেই একই পথে হাঁটল মর্গ্যানদের বোর্ডও। সুরক্ষার কারণেই পাকিস্তানে খেলতে যেতে চাইল না তারা। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন পাকিস্তান ক্রিকেট সমর্থকরা।

আরও পড়ুন, Breaking: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন দিলীপ ঘোষ

শোয়েব আখতার সহ একাধিক প্রাক্তন পাক ক্রিকেটার এর আগেই দাবি করেছিলেন, নিউজিল্যান্ডের এই সিরিজ বাতিলের জেরে ক্ষতিগ্রস্ত হবে পাক ক্রিকেট। ইংল্যান্ড সিরিজ বাতিল হওয়ায় যেন আরোই বিশ বাঁও জলে পড়ল পাক ক্রিকেট। দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনও প্রস্তুতি সিরিজ পাচ্ছে না তারা। তবে এমনটা নয় যে, প্রস্তুতি সিরিজ পাওয়ার চেষ্টা করেনি পিসিবি। ছোট সফরের জন্য ডেকেছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ৷ কিন্তু বিধি বাম, সেই দেশগুলিও সফর করতে রাজি হয়নি।

আরও পড়ুন, BREAKING: সমস্ত জল্পনার অবসান, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

উল্লেখ্য, আইপিএলে বহু ইংরেজ ক্রিকেটার অংশগ্রহণ করেন। কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান থেকে শুরু করে বহু খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিদের হয়ে খেলেন। ইংল্যান্ড যদি পাকিস্তানে সিরিজ খেলত তাহলে প্রত্যেককেই জাতীয় দলে খেলতে যেতে হত৷ আখেরে ক্ষতি হত আইপিএলের। আপাতত সেরকম কিছুই হচ্ছে না।