উনি একজন সাধারণ মানুষ, কোথাও পালাবেন না, আদালতে দাবি পার্থর আইনজীবীর

0
60
partha chatterjee on ssc scam

কলকাতা: প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে পেশ করে ইডি। সেখানেই সওয়াল জবাব চালান পার্থর আইনজীবী। তিনি দাবি করেন, ‘পার্থ চট্টোপাধ্যায় এখন একজন সাধারণ মানুষ, তিনি কোথাও পালাবেন না।’

আরও পড়ুন: ইডি হেফাজতে ‘চাপ’ বাড়তেই ৩ কেজি ওজন কমল Partha Chatterjee-র

- Advertisement -

এদিন আদালতে পার্থ মামলার শুনানি শুরু হয়। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী দাবি করেন, ‘সব পদ হারিয়ে উনি এখন একজন সাধারণ মানুষ। কোথাও পালাবেন না।’ এছাড়া বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কোনও কিছু বাজেয়াপ্ত হয়নি। এমনকি তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীরা যে সমস্ত ডিড, যা এখনও পর্যন্ত উদ্ধার করেছে সেগুলি নকল।’

আরও পড়ুন: সাপের কামড়ে মৃত দাদার শেষকৃত্যে এসে সর্পদংশনে প্রাণ হারালেন ২২ বছরের ছোট ভাই

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ছয় দিনের মাথায় তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। একইদিনে তৃণমূলের মহাসচিব সহ দলের সমস্ত পদ থেকে পার্থকে অপসারণের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি কি নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম-এর বিধায়ক পদের ভবিষ্যৎ কি? এ নিয়ে আইনজীবী আদালতে জানান, ‘বিধায়ক পদ থেকেও ইস্তফার কথা ভাবছেন পার্থ চট্টোপাধ্যায়।’ এদিন ব্যাঙ্কশাল আদালতে যেকোনও শর্তে জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।