এখনও ইন্দোরের পিচকে খারাপ মানতে নারাজ বোর্ড, তবে কি আহমেদাবাদে-ও….

0
39

বিশ্বদীপ ব্যানার্জি: ইন্দোরের পিচকে “বাজে” আখ্যা দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কথায়, “পিচ শুষ্ক ছিল। অসমান বাউন্স ছিল। স্পিনাররা প্রথম থেকেই বাড়তি সহায়তা পেয়ে এসেছে। ব্যাটার এবং বোলারদের জন্য সমান সুযোগ ছিল না। পেসাররাও কোনও সাহায্য পায়নি।” কিন্তু এরপরেও ইন্দোরের পিচকে খারাপ মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: রোহিত-বিরাটের মত মহারথীকে কেরিয়ারের শেষ বেলায় ব্যাট ধরতে শেখালেন গাভাস্কার

- Advertisement -

যা জানা যাচ্ছে, ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে আইসিসিতে আবেদন জানানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা সম্প্রতি এ প্রসঙ্গে বলেন, “পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব আমরা।” উল্লেখ্য, যদি ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে হয়। তবে তা দুই সপ্তাহের মধ্যেই করতে হবে। অন্যথায় কোনও মাঠ যদি ৫ বছরের মধ্যে ৫টি ডিমেরিট পয়েন্ট পায় সেক্ষেত্রে সেখানে এক বছরের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।

সে কারণেই ভারতীয় বোর্ড মানতে নারাজ যে ইন্দোরের উইকেট বাজে ছিল। আর স্বভাবতই এখানে এসে যায় আরেকটি প্রশ্ন। ইন্দোরের উইকেটকে খারাপ মানছে না বোর্ড। তবে কি ৯ তারিখ থেকে শুরু হতে চলা আহমেদাবাদেও একই ধরনের উইকেট দেখা যেতে চলেছে? যদি তা হয় তবে মোটেই ভাল খবর নয় ভারতীয় ক্রিকেটের জন্য। কারণ, লিয়ন-কুহনিম্যানদের সামনে বিরাটদের দশা কী হতে পারে তা এখন ভাল করেই জানে ক্রিকেট দুনিয়া।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মোতেরায় হয়ত স্পোর্টিং উইকেটই দেখা যাবে। ইন্দোরের ওপর খাঁড়া ঝুলছে। এ অবস্থায় বিসিসিআই কি চাইবে আহমেদাবাদকে-ও কাঠগড়ায় তুলতে? অবশ্য সবটাই নির্ভর করছে বোর্ডের পরবর্তী পদক্ষেপের ওপর।