এমসিসি কোচিং ম্যানুয়ালকে ‘চটি বই’ আখ্যা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি

0
48

বিশ্বদীপ ব্যানার্জি: ক্রিকেটের ‘অ আ ক খ’ শিখতে সবার প্রথমে যে বই প্রয়োজন, তার নাম এমসিসি কোচিং ম্যানুয়াল। কিন্তু এই কোচিং ম্যানুয়ালকে-ই একবার ‘চটি বই’ আখ্যা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন: ভারতে কেন হয়না এশিয়া কাপ

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

প্রসঙ্গ? বীরেন্দ্র সহবাগের ব্যাটিং। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য তাঁর ডাগআউট বইটিতে এ ঘটনা তুলে ধরেছেন।

বীরেন্দ্র সহবাগের সঙ্গে বারেবারেই স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়েছেন অধিনায়ক ধোনি। কিন্তু সেই তিনিই একবার সাংবাদিককে জানিয়েছিলেন, ফর্মে থাকা সহবাগকে থামানোর একমাত্র রাস্তা হতে পারে ১৪০ কিমির গতিতে লেগ স্টাম্পের ওপর দিয়ে বাউন্সার দেওয়া। ব্যখ্যা দেন, এর থেকে কম স্পিড হলে সহবাগ ঠিক খেলে দেবে। তখন প্রশ্ন এল, কিন্তু সহবাগের ব্যাটিং তো পুরোপুরি এমসিসি কোচিং ম্যানুয়ালের বিরুদ্ধে। তাহলে কেন এত চিন্তিত ধোনি?

এর উত্তরেই ধোনি বলেন, “কিসের ম্যানুয়াল, আমাকে একটু বলবেন। একটা চটি বই কে কবে লিখেছিল, তাকে অত গুরুত্ব দেওয়ার কী আছে?” ক্যাপ্টেন কুল আরও জানান, “যে বই সহবাগের মাহাত্ম্য বুঝতে অক্ষম, তার নয়া এডিশন বের করার সময় হয়েছে। আর যে স্টাইল ব্যাটসম্যানকে রান দেয়, আমার কাছে সেটাই শ্রেষ্ঠ স্টাইল।”

তথ্য ঋণ: গৌতম ভট্টাচার্যের ডাগআউট