ভারতে কেন হয়না এশিয়া কাপ

0
86

বিশ্বদীপ ব্যানার্জি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে ১৬ তম এশিয়া কাপ। দ্বিতীয় দিনই মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আজ পর্যন্ত সবথেকে বেশি এশিয়া কাপ জিতছে ভারতই। মোট ৭ বার। অথচ প্রতিযোগিতাটি তারা আজ অবধি আয়োজন করেছে মাত্র একবারই।

আরও পড়ুন: আবেশ খান নয়, আবেশ রান

- Advertisement -

ভাবতে কেমন অবাক লাগে, তাই না? এশিয়ার তো বটেই, এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তারাই কিনা মাত্র একবার এশিয়া কাপ আয়োজন করেছে! ১৯৯০/৯১ সালে এশিয়া কাপের বসেছিল ভারতে। আর তাতে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে চ্যাম্পিয়ন-ও ‘টিম ইন্ডিয়া’-ই হয়।

আর কেন একবারও এশিয়া কাপ আয়োজন করা গেল না এদেশে? এখানে নাকি ক্রিকেট একটা খেলা নয়, বরং ধর্ম হিসেবে পরিগণিত হয়। বিসিসিআই-ও নাকি ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী সংস্থা! তাহলে কি ধরে নিতে হবে, বিসিসিআই নিজেই আগ্রহী নয় এশিয়া কাপ আয়োজন করার ব্যাপারে?

পাকিস্তান ইস্যুর অজুহাত দিলে, তা কার্যত ধোপে-ই টিকবে না। পাকিস্তানের সঙ্গে ২০১৬ সালেও খুব একটা ভাল সম্পর্ক ছিল ভারতের। তবু তারা এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে গিয়েছে। আবার আগামী বছর আসছে ৫০ ওভারের বিশ্বকাপে। এমন তো নয় যে এশিয়া খেলতে আসাতেই তাদের যত আপত্তি থাকত।

তাহলে আর কি কারণ থাকতে পারে? এমনও নয়, এশিয়া কাপ আয়োজন করলে ভারতীয় বোর্ডের তেমন একটা ব্যবসা করার সুযোগ থাকবে না। ক্রিকেটকে কি এমনি এমনি ধর্ম বলা হয়? এদেশে যে টুর্নামেন্ট-ই আয়োজন করা হোক না কেন, মানুষ গোগ্রাসে গিলবে। এমনকি জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান এসে সিরিজ খেললেও কাজ ফেলে মাঠে ছুটবে ক্রিকেটপাগল ভারতবাসী। এটাই এই দেশের দস্তুর।

তাহলে? বোধহয় একটাই ব্যখ্যা হয়। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিংবা যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন’জন। অর্থাৎ মিলেজুলে ভাগ করে খাওয়া। ভারত তো বড় বড় আইসিসি ইভেন্ট-ই আয়োজন করছে। তাহলে আর এশিয়া কাপের মত প্রতিযোগিতা নিয়ে টানাটানি কেন? ওগুলো নাহয় শ্রীলঙ্কা, বাংলাদেশের মত কমজোরী বোর্ড-ই নিক। ভারত চাইলে একাই বিশ্বকাপ আয়োজন করতে পারে। করছেও আগামী বছর। সে ক্ষমতা তো আর উপমহাদেশের বাকি বোর্ডগুলোর নেই। অন্ততঃ আপাতত।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ওরা যদি এ অবস্থায় এশিয়া কাপ থেকে কিছু রোজগার করে নেয়, তাতে আমার কী ক্ষতি? আর যদি ওরা না পারে, তখন সবেধন নীলমণি আরব আমিরশাহী; ঠিক যেমন এবার। বিসিসিআইয়ের দৃষ্টিভঙ্গি এইরকম নয়ত?