Old Is Gold এখন ব্যাকডেটেড, মন্ত্রিসভাতেও অভিষেক-রাজ

0
37

কলকাতা: পুরনো চাল ভাতে বাড়ে৷ এই স্লোগান তবে কি তৃণমূলে ব্যাকডেটেড? প্রশ্নটা উঠতে শুরু করেছে দলের অন্দরেই৷ কারণ, সম্প্রতি জেলায় জেলায় সাংগঠনিক রদবদলে ভীষণভাবে অভিষেক-ছায়ার আভাস পেয়েছিলেন দলের প্রবীণ নেতৃত্বরাও৷ একান্ত আলাপচারিতায় তাঁরা বলছেন, সেই একই ধারা এবার সম্প্রসারিত মন্ত্রিসভাতেও! বস্তুত, যে আটজন বিধায়কের এদিন পদোন্নতি হল তাঁদের মধ্যে ছ’জনই অভিষেক ঘনিষ্ট বলে দলের অন্দরেই খবর৷ এরা হলেন, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, তাজমুল হোসেন, প্রদীপ মজুমদার এবং সত্যজিৎ বর্মন। স্বাভাবিকভাবে, উঠে আসছে old is gold এর প্রসঙ্গ!

রাজনৈতিক মহলের মতে, মন্ত্রিসভায় ডানা ছাঁটা হতে পারে কিংবা অভিষেকের প্রাধান্য বিস্তার হতে পারে তেমন আভাস আগেই পেয়েছিলেন ফিরহাদ হাকিম৷ সেই কারণেই এদিন কলকাতার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর মুখে শোনা গিয়েছিল কৌশলী মন্তব্য, ‘‘আমি থাকি না থাকি পৃথিবী চলবে, আমি থাকি না থাকি কলকাতা চলবে!’’ ওই মহলের মতে, ফিরহাদের মতো মমতা ঘনিষ্ঠ বর্ষীয়ান নেতার মুখে এমন মন্তব্য শুনেই বোঝা গিয়েছিল, সংগঠনের পর এবার মন্ত্রিসভাতেও প্রভাব বিস্তার করতে চলেছেন তৃণমূলের যুবরাজ৷

- Advertisement -

বস্তুত, দলের অন্দরে এক ব্যক্তি একপদ চালু করার বিষয়ে নেত্রীকে ‘চাপ’ দিয়েছিলেন অভিষেক, এমনটাই দাবি করে থাকেন দলের প্রবীণদের একাংশ৷ বস্তুত, ফিরহাদ এতদিন পরিবহণ, আবাসন, পৌর ও নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক একার হাতেই রাখতে সমর্থ হয়েছিলেন৷ একই সঙ্গে কলকাতার মেয়র৷ স্বভাবতই, এক বক্তি এক পদ চালুর পর থেকেই অভিষেকের সঙ্গে ফিরহাদের দূরত্ব বাড়ছিল৷ এদিন সেই দূরত্বের আনুষ্ঠানিক ব্যবধান তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

অন্যদিকে অপর একটি অংশের মতে, দলের নতুনদের অগ্রাধিকারের বিষয়টি মাথায় রেখেই খুবই ঠাণ্ডা মাথায় ধীরে ধীরে সরকার ও সংগঠনের অন্দরে অভিষেকের প্রভাব বিস্তারে সহায়তা করছেন স্বয়ং নেত্রী৷ কারণ, নেত্রীর সম্মতি ছাড়া তৃণমূলের অন্দরে বড় কোনও সিদ্ধান্ত গ্রহণ যে সম্ভব নয়, তা জানেন বাংলার অতি বড় অরাজনৈতিক মানুষও৷

আরও পড়ুন: টাকায় বিনিময়ে মেয়েকে বিক্রি করার অভিযোগ নেশাড়ু বাবার বিরুদ্ধে