মাস্ক না পরলে অমান্যকারীকে কোভিড সেন্টারে পরিষেবা দিতে হবে, নির্দেশ গুজরাত হাইকোর্টের

0
71

গান্ধীনগর: ভারতে দৈনিক সংক্রমণের ওঠা-নামা লেগেই রয়েছে৷ আগের চেয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও কয়েকটি রাজ্যের আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগে কেন্দ্র৷ তাই শারীরিক দুরত্ববিধি বজায় রাখা, মাস্ক পরা এবং নিয়মিত হাত ধোয়ার কথা বলা হচ্ছে নাগরিকদের৷ কিন্তু সাধারণ মানুষের একাংশের তাতেও
টনক নড়ছে না৷ তাঁরা মানছেন না কোভিড নির্দেশিকা৷ মাস্ক ছাড়াই দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ তাদের ‘শিক্ষা’ দিতে এবার নজিরবিহীন নির্দেশ দিল গুজরাত হাইকোর্ট৷

বুধবার গুজরাত হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আইন অমান্যকারীদের কোভিড সেন্টারে পাঠিয়ে সেখানে নানা কাজে লাগানো হোক৷ বয়স অনুযায়ী এক এক জনকে কাজের নানা দায়িত্ব দিতে হবে৷ তবেই পরিস্থিতির গুরুত্ব বুঝবেন তারা৷ রাজ্যকে এই সংক্রান্ত পলিসি তৈরির নির্দেশও দিয়েছে আদালত৷

- Advertisement -

গুজরাত হাইকোর্ট জানিয়েছে, আইন অমান্যকারীদের কোভিড সেন্টারে পাঠিয়ে নন-মেডিক্যাল নানা কাজে লাগাতে হবে৷ সেখানে তাঁরা পাঁচ থেকে পনেরো দিন থাকবেন৷ দিনে চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করবেন৷ মেডিক্যাল পরিষেবা ছাড়াও কোভিড সেন্টারে অনেক কাজ থাকে৷ যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, রান্নাবান্না, কম্পিউটারে তথ্য আপ-টু ডেট রাখা ইত্যাদি কাজগুলি তাদের দিয়ে করানো হোক৷

এদিকে ভারতে গতকালের তুলনায় অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩১ হাজার৷ এদিন তা বেড়ে হয়েছে ৩৬ হাজার৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯৫ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে৷ দৈনিক মৃত্যুর সংখ্যা এদিন ৫০০ পেরিয়ে গিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজারের বেশি আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ ফলে মোট সুস্থতার সংখ্যা ৮৯ লাখ পেরিয়ে গিয়েছে৷