সংবাদমাধ্যমের জন্য কড়া নির্দেশ শীর্ষ আদালতের

0
169

নয়াদিল্লি: করোনা আতঙ্কে জর্জরিত দেশ তথা সমগ্র বিশ্ব। এমতাবস্থায় ভুয়ো খবরে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। করোনা সম্পর্কিত সমস্ত খবরের সত্যতা যাতে বজায় থাকে তার জন্যই সুপ্রিম কোর্ট জারি করল নয়া নির্দেশিকা। জরুরি নির্দেশ দেওয়া হল সংবাদমাধ্যমকে এবং কেন্দ্রকেও দেওয়া হল নির্দেশ।

সুপ্রিম কোর্টের তরফ থেকে সংবাদমাধ্যমকে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, করোনা বিষয়ে তথ্য যেন সরকারি ওয়েবসাইট থেকেই সংগ্রহ করে। এই তথ্য যাতে সঠিকভাবে প্রচারিত হয় তার জন্যই বিচারপতি অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ  কেন্দ্রকেও নির্দেশ দেয় অফিসিয়াল তথ্য জানানোর জন্য একটি পোর্টাল খুলতে।

- Advertisement -

করোনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যম থেকে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় এই ব্যবস্থা নিল শীর্ষ আদালত। জানানো হয়েছে, সংবাদমাধ্যম যেন সরকারি তথ্য যাচাই করে তবেই প্রকাশ করে। তবে শুধুমাত্র সংবাদমাধ্যমই নয় পাশাপাশি সাধারণ নাগরিকের ক্ষেত্রেও করোনা বিষয়ে ভুয়ো খবর ছড়ালে সর্বোচ্চ এক বছর সাজা এবং জরিমানাও হতে পারে।

উল্লেখ্য, দেশে ক্রমশ বেড়ে চলেছে করনায় আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশ তথা বিশ্ব করোনা নিয়ে আতঙ্কে। ভুয়ো খবরের কারণে এমন অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেই লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাবে এমন খবরে চিন্তায় পড়তে হয় অন্য রাজ্যে কর্মরত শ্রমিকদের। বেশ কিছু ভুয়ো খবরের জেরে এমন সংকটের পরিস্থিতিতে সমস্যা আরও জটিল হতে পারে।