তাবলিঘি জামাতের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির আবেদন শীর্ষ আদালতে

0
179

নয়াদিল্লি: দিল্লির নিজামুদ্দিন কাণ্ড নিয়ে একদিকে তোলপাড় চলছে গোটা দেশে। অন্যদিকে তাবলিঘি জামাতের সমস্ত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি নিয়ে মামলা দায়ের করা হল শীর্ষ আদালতে। এই আবেদন নিয়ে চিঠি পাঠান হয়েছে প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে।

শুধুমাত্র তাবলিঘি জামাতের কার্যক্রমের ওপর নিষধাজ্ঞার দাবি করা হয়েছে তা নয়। পাশাপাশি মিউনিসিপালিটি কর্পোরেশন আইনের আওতায় নয়াদিল্লির নিজামুদ্দিনে অবস্থিত তাবলিঘি জামাতের অফিস যাতে সরকারের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয় তার জন্যও দাবি করা হয়েছে।

- Advertisement -

এই মামলা দায়ের করেছেন অজয় গৌতম। তিনি সর্বোচ্চ আদালতের কাছে এই বিষয় নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন। তিনি দাবি করেছেন, করোনা ভাইরাসকে ছড়ানোর ষড়যন্ত্র এবং দিল্লি দাঙ্গার বিষয়ে তাবলিঘি জামাতের সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্ত যাতে করা হয়।

এছাড়াও তাঁর আবেদনে বলে হয়েছে যে, দিল্লি প্রশাসনের তরফ থেকে ১২ এবং ১৬ মার্চ যে আদেশ দেওয়া হয় তার উলঙ্ঘনের পিছনে যে প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা দায়ী তাঁদের বিরুদ্ধেও যেন কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, নিজামুদ্দিন জমায়েতের সঙ্গে ভারতের করোনায় আক্রান্ত ৪৪২১ জনের মধ্যে ১০০০-এরও বেশি যুক্ত। এই জমায়েতের সঙ্গে যোগ থাকা শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।