স্বস্তির খবর, দেশে ১২৫ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

0
29
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: ডেল্টার ভয়াবহতার মধ্যেই দেশে এল স্বস্তির খবর। ১২৫ দিনের মধ্যে দেশে একসঙ্গে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারে। একইসঙ্গে মৃত্যুর সংখ্যা নামল ৪০০ এর নিচে।

যদিও সংক্রমণ ও মৃত্যুর হার বেশ কয়েকদিন ধরে ওঠা নামা করছে। তবে এদিনের এই পরিসংখ্যান বেশ স্বস্তি দিচ্ছে। তবে এরপর করোনা বিধি না মানলে ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

- Advertisement -

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন। যা প্রায় এক সপ্তাহের তুলনায় অনেক কম। একইসঙ্গে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩৭৪ জন। এই সংখ্যাটা বিগত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন-মডার্না টিকার ৭৫ লক্ষ ডোজ পাবে ভারত: WHO

এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। একইসঙ্গে স্বস্তি দিয়ে দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ সক্রিয় রোগী কমেছে প্রায় ১৫ হাজার। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা চার লক্ষ ছয় হাজার ১৩০ জন। যা মোট আক্রান্তের তুলনায় দেড় শতাংশেরও কম।

উল্লেখ্য, দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন। একইসঙ্গে মোট মৃতের সংখ্যা চার লক্ষ ১৪ হাজার ৪৮২ জন। এছাড়াও এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি তিন লক্ষ ৫৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪১ লক্ষের বেশি মানুষ।