রাজ্যে ১১ হাজার ছাড়াল মৃতের সংখ্যা,একদিনে সর্বোচ্চ ৬৮

0
383
প্রতীকী ছবি

কলকাতা: করোনার(corona) দ্বিতীয় ঢেউ আচড়ে পরার পর বেসামাল রাজ্য৷ ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি৷ গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৬৮ জনের৷ এটাই একদিনের সর্বোচ্চ রেকর্ড৷ এছাড়া সংক্রমণ তো আকাশ ছোঁয়া৷

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১৫ হাজার ৯৯২ জন৷প্রায় ষোল হাজার৷বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন৷

- Advertisement -

পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে আরও ৬৮ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৫৭ জনে৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ১১ হাজার ছাড়াল৷ তথ্য অনুযায়ী,১১ হাজার ৯ জন৷ গত ২৪ ঘন্টায় যে ৫৭ জনের মৃত্যু হয়েছে,এদের মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ২৬ জনের৷ ,উত্তর ২৪ পরগণার ১১ জন ও দক্ষিণ ২৪ পরগণায় ৭ জন৷ এছাড়া বাকি যে জেলাগুলোতে মৃত্যু হয়েছে,সেই সংখ্যাটা ৫ এর নিচে৷

প্রথম স্থানে থাকা কলকাতায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৩৩৯ জন৷শহরে একদিনে আক্রান্ত ৩,৮৬৮ জন৷ আর দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৪২৫ জন৷আর মোট মৃতের সংখ্যা ২,৬৯৩ জন৷তৃতীয় স্থানে হাওড়া জেলা৷সেখানে মোট মৃত্যু হয়েছে ১১০০ জন৷

বাংলায়(West Bengal)গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯,৭৭৫ জন৷মোট সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে ৬ লক্ষের বেশি৷তথ্য অনুযায়ী,৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন৷আর সুস্থতার হার কমে ৮৬.০৬ শতাংশ৷

একদিনে টেস্ট হয়েছে ৪৮ হাজার ৫৬২টি৷ গতকাল ছিল ৫৫ হাজার ৬০০ টি৷ তারফলে রাজ্যে মোট করোনা টেস্ট হয়েছে এক কোটি ২ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ১ কোটি ২ লক্ষ ১৫ হাজার ৩৫৮ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১,১৩,৫০৪ জন৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রায় ৯৫ হাজার৷তথ্য অনুযায়ী ৯৪ হাজার ৯৪৯ জন৷একদিনেই বাড়ল ৬,১৪৯ জন৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১১২ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷