বাংলায় ফিরল উদ্বেগ, ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু কলকাতায়

0
110
covid

খাস ডেস্ক:বাংলায় ফিরল করোনার উদ্বেগ। বছরের শুরুতেই ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল কলকাতায়। বেলেঘাটা আইডি-তে ভর্তি ছিলেন ওই রোগী। আদতে বিহারের বাসিন্দা তিনি। শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বেলেঘাটা আইডি-সূত্রের খবর, মৃতার নাম ৮১ বছর বয়সী ঊর্মিলাদেবী। চলতি বছরের গত ৩১ জানুয়ারি করোনায় আক্রান্ত হন তিনি। করোনার পাশাপাশি সেপটিসিমিয়া এবং নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। এরপরে তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি-তে। সেইখানেই চিকিৎসা চলছিল তাঁর। শনিবার সকালে মৃত্যু হয়।

- Advertisement -

আরও পড়ুন-ফের দলছুট দাঁতালের দেখা মিলল এলাকায়, আতঙ্কে বাসিন্দারা

জানা গিয়েছে, ওই মহিলা প্রথমে পেটের সমস্যা নিয়ে ভর্তি হন। চিকিৎসার জন্য একাধিক পরীক্ষা করানো হয় ওই মহিলার। পাশাপাশি করোনারও পরীক্ষা করানো হয় তার। আর তাতেই জানা যায় করোনায় আক্রান্ত তিনি। প্রথমে তাঁকে জেনারেল আইসিইউ-তে রাখা হয়। পরে স্থানান্তরিত করা হয় কোভিড আইসিইউ-তে।

তারপর একে একে একাধিক সমস্যায় ধরা পড়ে তার। কখনও ফুসফুসে সংক্রমণও, কখনওবা নিউমোনিয়াও ধরা পড়ে। অনেক চেষ্টা করার পরেও রক্ষা হয়নি। অবশেষে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।