শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন ২৯ এপ্রিল

0
818
BJP does not want CID probe into Shitalkuchi case

কলকাতা: শীতলকুচির (Sitalkuchi) ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় ওই বুথের ভোট গ্রহন বাতিল করেছিল কমিশন৷ এবার তার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি হল৷

সোমবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ২৯ তারিখ অর্থাৎ রাজ্যে শেষ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে৷ সকাল ৭ টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত চলবে ভোট গ্রহণ৷

- Advertisement -

গত ১০ এপ্রিল চতুর্থ দফা ভোট ছিল রাজ্যে৷ ওই দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার পরই শুরু হয় রাজনৈতিক বিবাদ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দায় চাপিয়েছেন বিজেপির দিকে৷ পাল্টা বিজেপি শিবিরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেছে৷ রাজ্যে প্রচারে এসে একই সুর শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়৷ সরাসরি মমতার বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি।

মোদী বলেছিলেন, ‘‘উনি জনসভায় নিজের ছাপ্পা ভোট গ্যাংকে ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ১০ বছর সরকার চালানোর পরে শেখাচ্ছেন, কেমন করে নিরাপত্তা বাহিনীকে ঘেরাও করতে হয়, কী ভাবে নিরাপত্তা বাহিনীকে পেটাতে হয়, আর কেমন করে বুথে হামলা করতে হয়।’’

উল্লেখ্য, কোচবিহারের একটি জনসভাতেই মমতা কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘সিআরপিএফ যদি গন্ডগোল করে, মেয়েদের একটা দল মিলে ওদের ঘেরাও করে রাখবেন৷ আর একটা দল ভোট দিতে যাবেন৷ শুধু ঘেরাও করে রাখলে ভোট দেওয়া হবে না৷ তাই ভোট নষ্ট করবেন না৷ ৫ জন ঘেরাও করবেন। ৫ জন ভোট দেবেন।’’

এই বক্তব্যের জেরে কমিশন নোটিস পাঠায় মমতাকে৷ তার জবাবও দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু জবাবে সন্তুষ্ট হতে না পেরে তাঁর উপর ২৪ ঘণ্টা ভোট প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী৷