করোনা নিয়ে আবারও বড় ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ভাইরাসটি কি আর আছে

0
59
Covid19

বিশ্বদীপ ব্যানার্জি: চলতি দশকে সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল করোনা ভাইরাস। গত ২০২০ সালে কার্যত অচল হয়ে গিয়েছিল এই বিশ্ব। শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে। মৃত্যু ঘটেছিল লক্ষ লক্ষ মানুষের। আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: “প্রিয় নরেন্দ্র, এটা হবে…” ব্যাস্টিল ডে প্যারেডে PM Modi-র উপস্থিতি নিয়ে বিশেষ বার্তা ফরাসি প্রেসিডেন্টের

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এবারে সেই করোনা ভাইরাস নিয়ে নয়া ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। উল্লেখ্য, গত ২০২০ সালে করোনা অতিমারীকে বিশ্বব্যাপী জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিল সংস্থাটি। অবশেষে শুক্রবার তুলে নেওয়া হল সেই জরুরি অবস্থা। করোনায় মৃত্যুর হার ২০২১ সালে সবথেকে বেশি ছিল। এ সময় প্রতি সপ্তাহে ১ লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

এ মুহূর্তে সেই সংখ্যা নেমে এসেছে ৩,৫০০ জনে। এমনটাই জানাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আধিকারিকরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধানম ঘেব্রেয়াসুস এখনও সতর্কবার্তা দিচ্ছেন। তিনি জানাচ্ছেন, “করোনা এখনও একটি বড় হুমকি।” আরও বলেন, “করোনায় আনুমানিক ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছেন। কিন্তু আসলে এই সংখ্যাটা ২ বা ৩ কোটি ছাড়িয়ে যেতে পারে।”