মাস্ক না পরলে যাত্রীদের মোটা টাকা জরিমানা করবে রেল

বেলাগাম সংক্রমণের মধ্যেও একশ্রেণির মানুষের কোনও হেলদোল নেই৷

0
90

নয়াদিল্লি: বেলাগাম সংক্রমণের মধ্যেও একশ্রেণির মানুষের কোনও হেলদোল নেই৷ তাঁরা না মানছেন করোনা বিধি, না ব্যবহার করছেন মাস্ক (Mask)৷ শারীরিক দুরত্ববিধির কথা না হয় ছেড়েই দেওয়া হল৷ মাস্ক ছাড়া রাস্তাঘাটে, স্টেশনে, ট্রেনে দিব্যি ঘুরে বেরাচ্ছেন৷ তাঁদের ‘টাইট’ দিতে এবার জরিমানার পথে হাঁটল ভারতীয় রেল (Indian Railway)৷ জানিয়েছে, যারা মাস্ক ছাড়া ট্রেনে যাতায়াত করবে তাদের ৫০০ টাকা জরিমানা করা হবে৷

শুধু ট্রেনে নয়, স্টেশন চত্বরেও মুখে মাস্ক পরতেই হবে৷ নইলে জরিমান করবে রেল পুলিশ৷ শনিবার একগুচ্ছ গাইডলাইন (Guidelines) প্রকাশ করে ভারতীয় রেল৷ তাতে বলা হয়েছে, স্টেশনে বা স্টেশন চত্বরে এই দুটো কাজ করলে যাত্রীদের জরিমানা করা হবে৷ কোনও যাত্রী যদি থুতু ফেলেন তাহলে তাঁকে জরিমানা করা হবে৷ এছাড়া মাস্ক না পরলেও জরিমানার মুখে পড়বেন যাত্রী৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগামী ৬ মাস এই নিয়ম বলবৎ থাকবে৷

- Advertisement -

যত দিন যাচ্ছে দেশে করোনা সংক্রমণ ততই লাগামছাড়া হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ৩৪ হাজার মানুষ। গত আটমাসে এদিনই সংক্রমণ সর্বোচ্চ। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৩৪১ জনের। দৈনিক সুস্থতার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি৷ ফলে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের৷

স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২,৩৪,৬৯২ জন৷ তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪১ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯ জন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ১৬,৭৯,৭৪০টি৷

দেশে একদিনে সুস্থ হয়েছেন ১,২৩,৩৫৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা অনেকটাই কম৷ দেশে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনের টিকাকরণ হয়েছে।