বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত ৬১, আক্রান্ত ১৯১৪

0
24
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭০৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল সাত লক্ষ ৬৫ হাজার ৫৯৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪২০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৫২টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৯৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

- Advertisement -

আরও পড়ুন-ফের বন্ধ হতে পারে গণপরিবহণ ব্যবস্থা

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৭০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লক্ষ ৯৫ হাজার ৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন-৪৫০ কোটি ডলারের রাফায়েল বিমান কিনছে মিশর

উল্লেখ্য, হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুতে সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। গত ১৪ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়া হয়। এতে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, শপিংমল-দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। করোনার সংক্রমণ ও মৃত্যু না কমায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধির ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় গত ২১ এপ্রিল শুরু হওয়া লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২৮ এপ্রিল। তবে ফের একবার লকডাউনের মেয়াদ বাড়াল সরকার। আরও সাতদিনের অর্থাৎ আগামী ৫ মে পর্যন্ত এই লকডাউনের চলবে বলে জানা গিয়েছে।