ফের বন্ধ হতে পারে গণপরিবহণ ব্যবস্থা

0
26

রায়গঞ্জ: করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য প্রশাসনের নির্দেশে গণপরিবহণ ব্যবস্থা বন্ধ না করলেও লকডাউনের ফলে যাত্রী না মেলায় রাস্তায় বাস নামানো বন্ধ করে দিতে চাইছেন উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ‘‘দোকানপাট সব বন্ধ থাকলে গ্রামগঞ্জ থেকে মানুষই তো আসবেন না আর শহরগুলোতে৷ মানুষ না এলে বেসরকারি বাস চলবে কীভাবে?’’

আরও পড়ুন: হিংসা বন্ধ না হলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি

- Advertisement -

একই সঙ্গে রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘‘আর এভাবে রাস্তায় বাস নামিয়ে প্রতিটি বাস মালিকের কমপক্ষে দেড়-দু’হাজার টাকা করে ক্ষতি হবে। কোনও বাস মালিকই ক্ষতি স্বীকার করে বাস চালাতে চাইছেন না। ফলে এখনও রাস্তায় যে ৪০% বাস চলছে, তা ২০ % নেমে যাবে। আর এভাবে লকডাউন চলতে থাকলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে৷’’

রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্য জুড়ে আংশিক লকডাউন চলছে। সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত বাজার হাট দোকানপাট খোলা থাকবে, বাকি সময় সব বন্ধ থাকবে। এর পাশাপাশি শপিং মল, সিনেমাহল, বার, রেস্তোরাঁ, স্পা, জিম সবকিছু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে । রাস্তায় লোক চলাচল ও ভিড় এড়াতেও ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ-প্রশাসন ।

এই আংশিক লকডাউনের ফলে শহরগুলিতে বাইরের গ্রামগঞ্জ এলাকা থেকে কেউই আর আসবেন না। গণ পরিবহণ ব্যবস্থা চালু থাকলেও সাধারণ মানুষ যদি গ্রামগঞ্জ থেকে শহরে না আসে কিংবা বাইরে কোথাও যাওয়া আসা না করেন, তাহলে যাত্রীর অভাবে এমনিতেই বন্ধ হয়ে পড়বে বেসরকারি পরিবহণ ব্যবস্থা ।