কোয়ারেন্টাইন ভাঙলেই নয়া অ্যাপের মাধ্যমে ট্র্যাক হবে লোকেশন

0
191

নয়াদিল্লি: এবার কোয়ারেন্টাইন থাকাকালীন সমস্ত নির্দেশ যথাযথ পালিত হচ্ছে কিনা তার দিকে নজর রাখতে নয়া সিদ্ধান্ত সরকারের। কোয়ারেন্টাইনের বি`ধিনিষেধ উলঙ্ঘন হলেই ধরা পড়বে নয়া অ্যাপে। তৈরি করা হয়েছে জিও ফেনসিং অ্যাপ।

বিগত একমাসে কোয়ারেন্টাইন থেকে পালানোর চেষ্টা করেছেন বহু মানুষ। তাঁদের নির্দেশ অমান্য করে রাস্তায় ঘুরে বেরানোর কাড়নেও করোনার সংক্রমণ ছড়িয়েছে বহুগুণ। এবার এই নয়া অ্যাপের মাধ্যমে পালানোর চেষ্টা করলেই ধরা পড়বে ১৫ মিনিটের মধ্যে।

- Advertisement -

জিও ফেনসিং অ্যাপটি সব টেলিকম কোম্পানির সাহায্যে কাজ করবে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি কোনোভাবে পালানোর চেষ্টা করলেই ট্র্যাক করা হবে মোবাইল লোকেশন। জানা গিয়েছে, ৩০০ মিটার পর্যন্ত এই অ্যাপটি কার্যকর হবে।

সম্প্রতি কেরালায় এই অ্যাপটি ব্যবহার করা চালু হয়েছে। তাতে করোনা মোকাবিলার ক্ষেত্রে অনেকটা সাহায্য হয়েছে বলি জানানো হচ্ছে। এই অ্যাপের জন্য ভারতের টেলিগ্রাফ আইন প্রয়োগ করে টেলিকম সংস্থাগুলির সহযোগিতা নেওয়া হয়েছে।