তাবলিঘি জামাত প্রধানের হদিশ পেল পুলিশ

0
273

নয়াদিল্লি: আইন অমান্য করে নিজামুদ্দিনের জমায়েত তিনি সমালোচনার ঝড় গোটা দেশে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই মারকাজ প্রধান মৌলানা সাদ নিখোঁজ। গা ঢাকা দিয়ে বসে থাকা মৌলানা সাদের হদিশ পেল পুলিশ। দিল্লির জাকির নগর এলাকায় মিলল তাঁর সন্ধান।

নিজামুদ্দিনে তাবলিঘি সদস্যদের জমায়েত প্রকাশ্যে আসতেই সন্ধান পাওয়া যাচ্ছিল না মৌলানা সাদের। দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে ভিডিও বার্তায় জানিয়েছিলেন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন মারকাজ প্রধান।

- Advertisement -

ঠিক কোন স্থানে তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন সে বিষয়ে কোনও তথ্যই পাওয়া যচ্ছিল না। এদিকে তাবলিঘি জমায়েত নিয়ে জল্পনা আরও গভীর হচ্ছিল। পুলিশের তল্লাশিও চালু হয়।

গত কয়েকদিন ধরেই মারকাজ প্রধানের খোঁজ চালাতে থাকে পুলিশ।  তল্লাশি চালিয়ে প্রথমে খবর মেলে মৌলানা সাদ গা ঢাকা দিয়েছেন মিওয়াতে। তারপর পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর জানা যায় তিনি দিল্লির জাকির নগরে গা ঢাকা দিয়েছেন।

উল্লেখ্য, দিল্লির নিজামুদ্দিনে তাবলিঘি সদস্যদের জমায়েতের জেরে করোনার সংক্রমণ ছড়িয়েছে আরও। এই জমায়েতে মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল থেকে প্রায় ২০০০ জন অংশ নেন।  সভায় যোগ দেওয়া প্রায় ৯৬০ জন বিদেশির ভিসা বাতিল করে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এখানে যোগদানকারীরা দেশের ১৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছেন, তাঁদেরকে খুঁজে বার করার জন্য রাজ্যগুলির তরফ থেকেও প্রচেষ্টা চালানো হচ্ছে।