নয়া তত্ত্বের আমদানি চীনে, পোশাকের প্যাকেটের মাধ্যমে ছড়াচ্ছে করোনা

0
21

খাস খবর ডেস্ক: করোনা ভাইরাস নিয়ে মানুষের জল্পনার অন্ত নেই। এর কারণ মানুষ আসলে সঠিকভাবে জানতেই পারেনি এই মারণ ভাইরাসের গতিপ্রকৃতি। এবারে আরও এক জল্পনার জন্ম হল চীনে। শুরু হয়েছে বার্ষিক অনলাইন শপিংয়ের মরশুম। প্রশাসন আশঙ্কা করছে, এবারে পোশাকের প্যাকেট থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশে।

আরও পড়ুন: প্রায় ৮০ শতাংশ সফল কো-ভ্যাক্সিন, জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা

- Advertisement -

ঘটনার সূত্রপাত অক্টোবরের শেষ নাগাদ। হেবেই প্রদেশে শিশুদের পোশাক প্রস্তুতকারী সংস্থার তিনজন কর্মী কোভিড পজিটিভ ধরা পড়েন। এরপর উক্ত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এবং খোঁজ শুরু হয় সেইসমস্ত পরিবারদের, যাদের এই সংস্থা থেকে পোশাক ডেলিভারি করা হয়েছিল।

সূত্রের খবর, দক্ষিণ-পূর্বের সেই গুয়াংঝি প্রদেশ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে এমন অসংখ্য ক্রেতার সন্ধান পাওয়া গিয়েছে। প্যাকেটগুলি পরীক্ষার পাশাপাশি তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। এমনকি যে যে শিশু পোশাকগুলি গায়ে দিয়েছে, তাদের স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্ভিক্ষ আর কড়া শীতে শিশু-মহামারীর অশনি সংকেত আফগানিস্তানে

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সম্প্রতি এক রিপোর্ট পেশ করেছে। তাতে সার্বিকভাবে ৩৯টি অঞ্চলে কোভিড সংক্রমণের কথা বলা হচ্ছে। যদিও আক্রান্তের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য জানায়নি প্রশাসন।