লকডাউন অমান্য করলেই জেল, রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের

0
104

নয়াদিল্লি: দেশবাসীকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি মানুষকে সাবধানতায় বিশেষ ভূমিকা পালন করছে পুলিশ৷ গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যা ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর হবে৷

এই ভাইরাসের এখনও পর্যন্ত সঠিক কোনো ওষুধ তৈরি হয়নি৷ তাই দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরবন্দি থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই অবস্থায় দেশের একাধিক সাধারণ মানুষ লকডাউনকে অমান্য করছে৷ বিনা কারণে বাড়ির বাইরে বের হচ্ছে৷ রাস্তাঘাটে সাধারণ মানুষকে অযথা ঘুরতে দেখলেই পদক্ষেপ নিচ্ছে পুলিশ৷

- Advertisement -

কোনো রাজ্য পুলিশ লাঠি দিয়ে মেরে আবার কোনো রাজ্যে উঠবস করে ঘরমুখী করছে সাধারন মানুষকে৷ এমনিতে রাজ্যের মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সাধারণত রাজ্য সরকারের অধীনেই থাকে৷ কিন্তু এই করোনা পরিস্থিতিতে আইনি পথ অবলম্বন করে রাশ ধরছে কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দফতর৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে এবার ময়দানে নামছে বিপর্যয় মোকাবিলা দফতর৷ যারা লকডাউন না মেনে রাস্তায় বের হবেন, তাঁদের বিরুদ্ধে যাতে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয় তার জন্যে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে মোদী সরকার৷

জানা গিয়েছে, রাজ্যগুলির মুখ্য সরকারি আমলাদের সঙ্গে মন্ত্রীপরিষদ সচিব এবং অধ্যক্ষ সচিব, পুলিশ প্রধান সহ দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা একটি বৈঠক করেছেন৷ ওই বৈঠকে রাজ্যগুলিকে বলা হয়েছে, লকডাউন মেনে চলার বিষয়ে কেন্দ্রের নির্দেশ অনুসরণ করতে হবে তাদের৷

ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় লকডাউন না মেনে অযথা রাস্তায় বের হলে আইনভঙ্গকারীদের জরিমানা করা হবে৷ শুধু জরিমানা দিয়েই মিলবে না রেহাই, হতে পারে জেলও৷ ওই আইন অনুসারে লকডাউন না মেনে রাস্তায় বেরোনোর জন্যে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা বা দুটোই হতে পারে৷ এক্ষেত্রে ১৮৮ ধারা প্রয়োগ করা হবে যাতে ৬ মাসের জেল এবং জরিমানা বরাদ্দ রয়েছে৷