করোনা আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

0
139

নয়াদিল্লি: করোনার হাত থেকে রক্ষা পেলেন না সাহিত্যিক বুদ্ধদেব গুহ।একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব গুহের বড় মেয়ে এবং ড্রাইভার। বুদ্ধদেববাবু আপাতত দিল্লির একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন৷

সূত্রের খবর,বেশ কিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি।ফলে তার করোনা পরীক্ষা করা হয়।সেই রিপোর্ট পজিটিভ আসে।তারপরই ৮৬ বছরের সাহিত্যিক কোয়ারেন্টাইনে চলে যান,তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

- Advertisement -

‘জঙ্গল্মহল’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি লেখক হিসেবে খুবই অল্প সময়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তার বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘদিন ধরে বেস্টসেলার। ছোটদের জন্য তার প্রথম বই- ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। ঋজুদা তার সৃষ্ট একটি জনপ্রিয় অভিযাত্রিক গোয়েন্দা চরিত্র। আনন্দ পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে।

কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ৷ কিন্তু শেষ পর্যন্ত করোনার কাছে হেরে যান৷ গত বুধবার তার মৃত্যু হয়৷