ই-কর্মাস নিয়মে বদল, জরুরি নয় এমন সামগ্রী ডেলিভারিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

0
146

নয়াদিল্লি: ই-কর্মাস নিয়মে বদল আনল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক৷ অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্য বা সামগ্রী লকডাউনে ডেলিভারি করা যাবে না৷ ৩ মে অবধি এই নিষেধাজ্ঞা বহাল থাকবে৷ রবিবার এমনটাই জানিয়ে দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক৷

এর আগের ই-কর্মাসের ছাড়ের তালিকায় অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে মোবাইল ফোন, টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ, জামা-কাপড়, স্টেশনারি জিনিসকে রাখা হয়েছিল৷ বলা হয়েছিল, হটস্পট নয় এমন জায়গাগুলিতে উল্লিখিত সামগ্রী বিক্রি করা যাবে৷ কিন্তু আগের সিদ্ধান্ত বদল করল কেন্দ্র৷ লকডাউনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এমন কোনও সিদ্ধান্ত নিতে চায় না সরকার৷ তাই দ্বিতীয় দফার লকডাউন পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কোনও সামগ্রী বাড়ি পৌঁছে দেওয়ার অনুমতি অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থাকে দিচ্ছে না সরকার৷

- Advertisement -

লকডাউন শুরু হওয়ার পর বাড়ি বাড়ি পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল ই-কর্মাস সংস্থাগুলি৷ তবে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০ এপ্রিলের পর অরেঞ্জ বা গ্রিন জোনগুলিতে একটু একটু করে জনজীবন স্বাভাবিক করা হবে৷ কোন কোন জায়গা তা সরকার ঠিক করে দেবে৷ এরপরই করোনা হটস্পট নয় এমন এলাকাগুলিতে ২০ এপ্রিল থেকে পণ্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল ই-কর্মাস সংস্থাগুলি৷ কিন্তু এখন আর সেটা হচ্ছে না৷