লকডাউনে অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে দেউলিয়া আইন বদলের পথে কেন্দ্র

0
110

নয়াদিল্লি: করোনার জেরে লকডাউন দেশের অর্থনৈতিক অবস্থার গ্রাফ নিম্নগামী। তাই এইসব ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক সংস্থাগুলির পাশে দাঁড়াতে এ বার দেউলিয়া আইন বদল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্ডিন্যান্স এনে অন্তত ছ’মাসের জন্য বাড়তি সুবিধার কথা ভাবছে কেন্দ্র। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, এই সময়ে তৈরি হওয়া পরিস্থিতিকে মাথায় রেখে দেউলিয়া আইনে নতুন একটি অংশ যোগ করতে পারে কেন্দ্রীয় সরকার। তার জোরে কোনও সংস্থাকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়াকে অন্তত  ছ’মাস স্থগিত করে দেওয়া যাবে। দেশে করোনা অতিমারির প্রভাব যদি বাড়ে তবে ওই সময়সীমা আরও বৃদ্ধি করার সংস্থানও থাকবে ওই অর্ডিন্যান্সে। যে সমস্ত সংস্থা লকডাউনের জেরে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত, তারা যাতে তলিয়ে না যায়, সে জন্য এই ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার।

- Advertisement -

দেউলিয়া আইন অনুযায়ী, ঋণ শোধে এক দিন দেরি হলেও বিপদের মুখে পড়তে হতে পারে যে কোনও সংস্থাকে। তবে লকডাউন চলাকালীন অনেক সংস্থাই উৎপাদন চালিয়ে যেতে পারছে না। ফলে কোপ পড়ছে আর্থিক লেনদেনেও। এমনকি চুক্তি অনুযায়ী কাজও করতে পারছে না। অন্য সময় চুক্তির খেলাপ হলে আইনি ঝামেলাতেও পড়ে যেতে পারত সংস্থাগুলি। সেই সমস্যাগুলি থেকে রেহাই দিতে শিল্পমহলের জন্য নয়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে যে সংস্থা ইতিমধ্যেই আর্থিক ভাবে দেউলিয়া হয়েছে বা সেই পরিস্থিতির মুখোমুখি তাদের ক্ষেত্রে অবশ্য এই সুযোগ থাকছে না