কমেছে সংক্রমণ, সম্পূর্ণ করোনামুক্ত ঘোষিত দেশের এই রাজ্য

0
107

সিকিম: করোনা মহামারির জেরে গত দু বছরে কার্যত বিধ্বস্ত পর্যটন শিল্প। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কার্যত রোজগারহীন হয়ে পড়ে। তবে নিউ নর্মালকে সঙ্গী করে ক্রমশই স্বাভাবিকের দিকে এগোচ্ছে পরিস্থিতি। এই সময়ে এল এক স্বস্তির খবর। দেশের এক রাজ্য সিকিমকে (Sikkim) সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হল। এরফলে রোজগারে নতুন দিশা দেখছে ব্যবসায়ীরাও।

আরও পড়ুন: কেন্দ্রের ১ শতাংশ বলতেই রাজ্যপাল উত্তর দিচ্ছেন কেন, ঠিক জায়গায় ঢিল পড়েছে: Abhishek

- Advertisement -

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়নি। কদিন আগে দুজনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা যায়, তাদের সুস্থ হওয়ার পরই সিকিমকে (Sikkim) করোনামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: দিঘা-মন্দারমনি এখন একঘেয়ে, সপ্তাহ শেষে অল্প বাজেটে ঘুরে আসুন এই Resort-এ

২০২০ সালের মে মাসে প্রথম এই রাজ্যে করোনা রোগীর খোঁজ পাওয়া যায়। তারপর থেকেই সংক্রমণ রোধে দফায় দফায় লকডাউন ঘোষণা করা হয়। দীর্ঘদিন লকডাউন থাকায় সমতলে ব্যবসা বাণিজ্যের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। সিকিমের (Sikkim) প্রচুর লোক প্রায় প্রতিদিনই শিলিগুড়ি সহ আরও অন্যান্য এলাকায় বাজার করতে আসে যা একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। যান চলাচল বন্ধ থাকার কারণে সিকিম থেকে মানুষের আনাগোনা কমে গিয়েছিল শিলিগুড়িতে। এই শহরের বিধান মার্কেট, মহাবীর স্থান, হকার্স কর্নার ছাড়াও আরও অনেক মার্কেট মূলত দার্জিলিং এবং সিকিমের (Sikkim) উপরই নির্ভরশীল। এখন করোনামুক্ত ঘোষণা হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি সকল ব্যবসায়ীরা।