করোনার দ্বিতীয় ঢেউয়ে অনাথ ৫৭৭ শিশু, পাশে থাকার আশ্বাস স্মৃতি ইরানির

১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভারতে মোট ৫৭৭ জন শিশু কোভিডে বাবা-মাকে হারিয়েছে৷

0
79
File Picture

নয়াদিল্লি: করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউ দেশে ভয়াবহ রূপ নিয়েছে৷ প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে৷ কাছের মানুষদের হারিয়ে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা৷ এই করোনাকালে বাবা-মা দু’জনকে হারিয়েছে এমন শিশুর সংখ্যা নেহাত কম নয়৷ সেই সব অনাথ শিশুর পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)৷

আরও পড়ুন: নিমেষে বলে দিতে পারেন যেকোনও ঝড়ের গতিপথ, ইনি হলেন ভারতের Cyclone Man

- Advertisement -

১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভারতে মোট ৫৭৭ জন শিশু কোভিডে বাবা-মাকে হারিয়েছে৷ এই তথ্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী টুইটে জানান, অনাথ শিশুদের সুরক্ষা দিতে এবং তাদের পাশে দাঁড়াতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২৫ মে মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত দেশে ৫৭৭ জন শিশুর খোঁজ মিলেছে যাদের বাবা-মা করোনায় মারা গিয়েছে৷

স্মৃতি ইরানি জানান, এই শিশুরা পরিত্যক্ত নয়৷ তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপদে আছে৷ বাবা-মা হারানো শিশুরা নিজেদের যাতে নিঃসঙ্গ মনে না করে কিংবা তাদের মানসিক সমস্যা দেখা না দেয় তার জন্য কেন্দ্র উদ্যোগ নিয়েছে৷ ইতিমধ্যে প্রয়োজনে কাউন্সিলিংয়ের আশ্বাসও দিয়েছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস৷

আরও পড়ুন: Breaking News: সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা সুবোধ কুমার জয়সওয়াল

অতিমারির সময় গোটা বিশ্বেই বেড়ে গিয়েছে নারীদের উপর হিংসা৷ তা রুখতে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র৷ আগামী কয়েকদিনের মধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাহারিন, কানাডা, কুয়েত, ওমান, কাতার-সহ মোট ৯টি দেশে ১০টি ‘ওয়ান-স্টপ সেন্টার’ খোলা হবে৷ যারা মহিলাদের সুরক্ষা ও নারী স্বাধীনতার হয়ে কাজ করবে৷ এছাড়া ভারতে খোলা হবে ৩০০টি সেন্টার৷