কলকাতা পুরসভায় একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

0
774

খাস ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন। তাহলে আপনার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ। চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুরসভা। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে।

কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কীভাবে আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। তাহলে এবার এই বিষয়ে বিস্তারিত জেনে নিন-

- Advertisement -

শূন্যপদ- ২০

শূন্যপদের নাম- ফার্মাসিস্ট (চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ)

আবেদন শুরুর দিন- ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

আবেদন শেষের দিন- ৩ আগস্ট।

শিক্ষাগত যোগ্যতা-
১) পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীনে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ডিপ্লোমা।

২) পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীনে ‘এ’ ক্যাটেগরি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভূক্ত হতে হবে।

৩) বাংলা ভাষায় দক্ষতার পাশাপাশি ইন্টারনেটের বিষয়ে জ্ঞান থাকতে হবে।

৪) মাইক্রোসফট অফিসের বিভিন্ন সফ্টওয়্যার সম্বন্ধে জানতে হবে।

বয়স- ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় দেওয়া হবে।

বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি- মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে প্রার্থীদের নিজের সব তথ্য সহ আবেদন পাঠাতে হবে Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, CMO Bldg 5, S.N. Banerjee Road, Kolkata 700013 ঠিকানায়।
ড্রপ বক্সে আবেদন জমা দিতে হবে।