‘খেলা হবে’র আনুষ্ঠানিক মঞ্চ থেকে এ কোন খেলার কথা বললেন দিদি

0
294

খাস খবর ডেস্ক: সোমবারই নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে দিল্লিতে জোরদার খেলা হবে বলে প্রধানমন্ত্রীকে টিপ্পুনী কাটলেন তিনি। ‘খেলা হবে’ এই শ্লোগানটি বেশ জনপ্রিয়। বাংলায় খেলা হয়ে গেছে। এবার খেলা হবে উত্তরপ্রদেশে। অন্যদিকে, হাজারও বাধাকে উপেক্ষা করে ত্রিপুরাতে সাংগঠনিক বৈঠক করতে সমর্থ হয়েছে তৃণমূল। লক্ষ্য স্থির রেখে, ২০২৪ দিল্লির মসনদ দখলের জন্য ঘুটি সাজিয়ে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো।

তিনি মঞ্চ থেকে দর্শকদের দিকে বল ছুঁড়ে দিল্লি জয়ের বার্তা দিলেন যুবসমাজকে। আজকেও তিনি মোদিকে খোঁচা দিতে ভুললেন না। তিনি বললেন, ভয় পেয়ে বিজেপি ত্রিপুরার মাটিতে তৃণমূলকে আটকানোর চেষ্টা করেছে।

- Advertisement -

বঙ্গে যেভাবে বিদায়ধ্বনি বেজেছে বিজেপির। এবার দিল্লিতেও বিদায়ঘণ্টা বেজে যাবে। এর পাশাপাশি যেকোন কর্মসূচি করার আগে ‘খেলা হবে’ শ্লোগান প্রয়োগের কথা বললেন তিনি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মনরক্ষায় ঐতিহাসিক সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

প্রসঙ্গত, ‘খেলা হবে’ শ্লোগানটি শুধু বঙ্গে নয় এর প্রভাব পড়েছে সংসদে। অবিজেপি দলগুলিকে ইত্যিমধ্যেই নিজেদের সংগঠনের সঙ্গে সংযুক্ত করার নয়া রাজনৈতিক সমীকরণ শুরু করে দিলেন নেত্রী।

‘খেলা হবে’ কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল বিতরণ করার কথা ঘোষণা করেছেন। এর আগেই তিনি একুশের মঞ্চে ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের কথা ঘোষণা করেছেন। মূলত, ১৯৮০ সালে ইডেন গার্ডেন্সে যে ১৬ জন খেলোয়াড় পদদলিত হয়েছেন, তাঁদের স্মরণ করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।