মাধ্যমিক পাশেই মিলবে চাকরি সরকারি চাকরি, আজই করুন আবেদন 

0
32

খাসখবর ডেস্ক: করোনা মহামারিতে অনেকেই চাকরি হারিয়েছেন। প্রায় দুই বছর ধরে বাড়িতে বসে অনেকেই। খুঁজছেন নতুন করে কাজ। এবার এল আপনাদের জন্য চাকরির সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের নবম পর্যায়ে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থায়ী পদেই নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। প্রতিটি ক্ষেত্রেই আলাদা ও একাধিক স্তরের পরীক্ষা হবে। SSC CHSL, SSC CGL স্তরের প্রস্তুতি কাম্য। এছাড়াও আপনি যদি অন্য রিজিয়নের হয়ে আবেদন করতে পারবেন। পরীক্ষা নিজের রিজিয়নেই হবে।

- Advertisement -

আরও পড়ুন-Market price: লক্ষ্মী পুজোতে অগ্নিমূল্য ফল, সবজি-মাছের দাম, এক নজরে দেখে নিন বাজারদর

জানা গিয়েছে, এই চাকরির মোট শূন্যপদের সংখ্যা ৩,২৬১ টি। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছরের মধ্যে। তবে মাধ্যমিক পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর। বিস্তারিত জানতে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: https://ssc.nic.in/

কবে থেকে আবেদন? ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করার শেষ তারিখ আগামী ২৫ তারিখ পর্যন্ত। যদিও আবেদন ফি জেনারেল, ওবিসি প্রার্থীদের ১০০ টাকা করে ফি জমা করতে হবে। অনলাইনেই সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়া হবে।