জালিয়াতি রুখতে গ্রাহকদের কিছু নির্দেশ দিল SBI

0
210

নয়াদিল্লি: করোনা আবহের মধ্যেই বাড়ছে জালিয়াতির পরিমাণ। টাকা খোয়াচ্ছেন বহু মানুষ। লকডাউনের বাজারে এহেন কীর্তিতে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। এবার তাই গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার তাদের একটি বিশেষ ই-মেল পাঠানো হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে।

সাইবার ক্রাইম থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখার কথা বলেছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। কি সেইগুলো? গ্রাহকদের সর্বপ্রথমেই বলা হচ্ছে অজানা কোনো লিঙ্কে প্রবেশ না করতে। এরকম লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে থাকে প্রতারকরা। সাধারণত ইএমআই, ডিবিটি বা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের নামে এই লিঙ্ক পাঠানো হয়ে থাকে।

- Advertisement -

পাশাপাশি গ্রাহকদের চাকরি ও ক্যাশ প্রাইজ জেতা সংক্রান্ত লিঙ্ক থেকে সাবধানে থাকতে বলা হয়েছে। এসএমএস, ফোন কল বা ই-মেলের মাধ্যমে গ্রাহকদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয়।

এছাড়াও ব্যাঙ্কের ফোন নম্বর বা ঠিকানা গুগলে সার্চ না করতে সতর্ক করা হয়েছে। কারণ ইন্টারনেটে থাকা তথ্য সব সময়ে সঠিক এরকম নয়।

অনলাইন ব্যাঙ্কিং, পাসওয়ার্ড সময় সময়ে বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে। এবং অবশ্যই অন্য কারোর সঙ্গে তা শেয়ার না করতে বারবার বলা হয়েছে ব্যাঙ্কের তরফে।

শেষে এও বলা হচ্ছে যদি কোনো গ্রাহকের সঙ্গে জালিয়াতির ঘটনা ঘটে তাহলে তা না লুকিয়ে থানায় জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশের এই উথাল পাতাল পরিস্থিতিতে এহেন ঘটনা দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে।