Amazon: সত্য গোপন করা হয়েছিল, তার জেরেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত CCI য়ের

0
83

খাস খবর ডেস্ক: ২০১৯ সালের নভেম্বর মাসে ফিউচার কুপনের সঙ্গে Amazon কে চুক্তিতে যেতে অনুমতি দেয় Competition Comission of India। ওরফে CCI। সেই তারাই এবারে চুক্তিটি বাতিল ঘোষণা করে দিল।

আরও পড়ুন: Covovax: ভারতে প্রস্তুত এই টিকা ৯০ শতাংশ কার্যকর, জরুরি ব্যবহারের অনুমোদন দিল WHO

- Advertisement -

চুক্তির বিষয়ে অনুমতি নেওয়ার সময়ে একাধিক তথ্য লুকিয়ে গিয়েছে অনলাইন শপিং সংস্থাটি। তারই জেরে শুক্রবার চুক্তিটি বাতিল করে দিল CCI। একইসঙ্গে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে Amazon কে।

CCI এদিন এক বিবৃতিতে জানায়, “এই চুক্তি নতুন করে পর্যবেক্ষণ করার একান্তই প্রয়োজন হয়ে পড়েছে। Amazon কে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন সেকশন ৪৫ য়ের সাব সেকশ’নের (২) ভিত্তিতে এই অর্ডার পাওয়ার ৬০ দিনের মধ্যে ফর্ম-২ জমা দেয়। সেই নোটিশ দেওয়ার আগে পর্যন্ত ২০১৯ সালের ২৮ নভেম্বর হওয়া চুক্তির অনুমতি কার্যকর থাকবে না। Amazon কর্তৃপক্ষ চুক্তির অনুমতি নেওয়ার সময় অনেক তথ্যই লুকিয়ে গিয়েছে।”

আরও পড়ুন: আমেরিকা চালাচ্ছেন ভারতীয়রাই, সমীক্ষায় উঠে এল প্রকৃত চিত্র

চলতি বছরের ১৬ নভেম্বর দিল্লি হাইকোর্ট CCI কে ফিউচার-অ্যামাজন চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দু সপ্তাহের মধ্যে নিতে নির্দেশ দিয়েছিল। The Confederation of All India Traders একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল CCI য়ের নামে। এবং শো কজ নোটিশ পাঠানো হয় Amazon কে।