দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি- খড়গপুরে বললেন মোদী

0
658

খড়গপুর: বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়(হিরণ) ৷ তার সমর্থনে বাংলায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কাঠ গড়ায় দাঁড় করালেন শাসক দলকে৷

প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বাংলার যুব সমাজের জন্য চিন্তা করেন না। আমি বাংলার যুব সমাজকে প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিকে আর যুব সমাজের সঙ্গে খেলতে দেব না। দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।’

- Advertisement -

তিনি আরও বলেন, ‘বাংলায় এখন মাফিয়া উদ্যোগ চলছে। কংসাবতী নদীর অবৈধ বালি খনন কার সঙ্গে যুক্ত সবাই জানে। বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে।বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নয়নই বন্ধ হয়ে আছে।দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন।দিদির পাঠশালা হল নির্মমতা, কাটমানি, সিন্ডিকেটের।’

তিনি বলেন, একদিকে দেশ সিঙ্গল উইনডো সিস্টেমের দিকে এগিয়ে চলেছে। কিন্তু বাংলায় অন্যরকমের সিঙ্গল উইনডো চলছে। বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো। এই উইনডো না পেরোলে বাংলায় কিছু হয় না।

দেশে প্রায় ৩৫ বছর পর নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে। গোটা দেশে এই নতুন শিক্ষানীতির প্রশংসা করা হচ্ছে। আমরা চাই গরিবের সন্তানও ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ভাষার জন্য তাঁদের স্বপ্ন ভেঙে যায়। কিন্তু দিদি তারও বিরোধিতা করছেন। দিদির সরকার নতুন শিক্ষানীতি প্রণয়নে বাধা দিচ্ছেন।

রাজ্যে প্রথম দফা ভোট ২৭ মার্চ। তার এক সপ্তাহ আগে ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা করলেন তিনি। দিল্লি থেকে বিমানে সরাসরি কলাইকুণ্ডায় পৌঁছান৷ তারপর কপ্টারে চড়ে নামেন খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে পৌঁছান সভাস্থলে। আজই দিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী।