ভোট পূর্ববর্ত্তী রাজনৈতিক হিংসা বাঁকুড়ার বিষ্ণুপুরে

আক্রান্ত হন শহরের ১ নম্বর ওয়ার্ড তৃণমূল-সভাপতি স্বপন কুমার দত্ত

0
982

বাঁকুড়াঃ ভোট পূর্ববর্ত্তী রাজনৈতিক হিংসার ঘটনা ঘটলো বাঁকুড়ার বিষ্ণুপুরে৷ আহত বেশ কয়েক জন৷ এলাকায় টহল দিচ্ছেন বিশাল পুলিশ বাহিনী৷

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ আক্রান্ত হন শহরের ১ নম্বর ওয়ার্ড তৃণমূল-সভাপতি স্বপন কুমার দত্ত৷ গুরুতর আহত অবস্থায় তিনি বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷

- Advertisement -

স্থানীয় তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দূস্কৃতীরাই হামলা চালিয়েছে৷ শুক্রবার বিষ্ণুপুরের দলীয় প্রার্থী অর্চিতা বিদের সমর্থণে রোড শো করেন চিত্রতারকা তথা দলীয় সাংসদ দেব। অসংখ্য মানুষ ওই রোড শো-তে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আর সেই ঘটনায় আতঙ্কিত হয়েই এই কাণ্ড ঘটিয়েছে বলে তাদের দাবি।

তৃণমূল নেতা ও বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, বিজেপির হাতে আমাদের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আক্রান্ত হয়েছেন। তৃণমূল লড়াইয়ে যেভাবে এগিয়ে গেছে বিজেপি আর ধারেপাশে নেই। তাই এইসব কাণ্ড করছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে শাসক দলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলের বিষ্ণুপুর নগর মণ্ডল সভাপতি উত্তম সরকার বলেন, ওই ঘটনা তাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছে বলে তিনি দাবি করেন।

আসন্ন বিধানসভা ভোট। একুশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্যে নিজের জায়গা ফিরে পেতে মরিয়া শাসকদল। হাল ছাড়ছেনা গেরুয়া এবং বামেরাও। এই ভোটে উপরি পাওনা হয়েছে তারকা প্রার্থী।

শুক্রবার বাঁকুড়ায় আসেন তৃণমূলের ঘাটালের সাংসদ দেব৷ কোতুলপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থনে রোড শো করেন তিনি৷ জয়পুর থেকে একটি ফুল দিয়ে সুসজ্জিত হুড খোলা গাড়িতে চেপে চাতরা মোড় পর্যন্ত আসার কথা ছিল তাঁর। এই কারণে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকার পাশাপাশি রোড শোতে অংশ নেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক৷ দেবকে দেখার জন্য ভিড় জমান বহু মানুষ৷