Nandigram: শুভেন্দুকে লিখিত বক্তব্য জানানোর নির্দেশ আদালতের

0
52

কলকাতা: নন্দীগ্রাম মামলায় এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর বক্তব্য লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দিল আদালত৷ সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে একথা জানান বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ৷

আদালত সূত্রের খবর, ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে ২৯ নভেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে লিখিত বক্তব্য পেশ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত৷ যার জেরে এদিন আদালত চত্বরেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল মুখোপাধ্যায়কে। গোপালবাবু বলেন, ‘‘নির্বাচন সংক্রান্ত মামলা এভাবে ফেলে রাখা যায় না।’

- Advertisement -

সূত্রের খবর, এবিষয়ে আদালতেও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর আইনজীবী৷ তিনি জানতে চান, ‘অগস্টে মামলার শুনানি ছিল। এরপরও যদি শোনা না হয় তাহলে কবে শোনা হবে? এভাবে নির্বাচন সংক্রান্ত মামলা ফেলে রাখা যায় না।’ মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন আদালতে জমা দেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি৷ এরপরই বিচারপতি জানান, ২৯ নভেম্বরের মধ্যে এবিষয়ে শুভেন্দু অধিকারীকে লিখিত বয়ান জমা দিতে হবে হাইকোর্টে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে তৃণমূল নেত্রীর দায়ের করা মামলার শুনানী ধার্য হয়েছিল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে৷ যদিও ওই বিচারপতির সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ এনে মামলা অন্যত্র স্থানান্তকরণের দাবি জানান তৃণমূল নেত্রী৷ এরপরই মামলাটি পাঠানো হয় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে।

এদিকে হাইকোর্টে বেঞ্চ বদল হওয়ায় সুবিচার পাবেন না এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পাল্টা পিটিশন করেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার সেই দুটি আদালতেই উঠেছিল বহু প্রতীক্ষিত সেই নন্দীগ্রামের ভোট চুরির অভিযোগের মামলা৷ তারই শুনানি হিসেবে পরবর্তী দিন ১ ডিসেম্বর নির্ধারিত করেছে আদালত৷

আরও পড়ুন: Tiger: লোকালয়ে ঘাঁটি গেড়েছে বাঘ, আতঙ্কে থরহরিকম্প সুন্দরবনের বাসিন্দারা

আরও পড়ুন: ‘এত লম্বা কাঁটাতারের কথা জন্মে শুনিনি’ BSF ইস্যুতে রাজ্যের পাশে Aparna Sen