Tiger: লোকালয়ে ঘাঁটি গেড়েছে বাঘ, আতঙ্কে থরহরিকম্প সুন্দরবনের বাসিন্দারা

আপন খেয়ালে ধরছিলেন মাছ। আচমকায় গা’টা ছমছম করে উঠল মৎস্যজীবীদের৷ তাকিয়ে যেটা দেখলেন, তাতে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়৷ কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আস্ত রয়েল বেঙ্গল টাইগার৷

0
155

পাথরপ্রতিমা: আপন খেয়ালে ধরছিলেন মাছ। আচমকায় গা’টা ছমছম করে উঠল মৎস্যজীবীদের৷ তাকিয়ে যেটা দেখলেন, তাতে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়৷ কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আস্ত রয়েল বেঙ্গল টাইগার৷

রবিবার বিকালে সুন্দরবনের পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুর অঞ্চলের দক্ষিণ কাশীনগরের কাছে সরলার জঙ্গল লাগোয়া নদীর পাড়ে দুটি বাঘ দেখতে পান কয়েকজন মৎস্যজীবী। তড়িঘড়ি মৎস্যজীবীদের কেউ কেউ নিজেদের মোবাইলে বাঘের ছবিও তোলেন। দেখতে পাওয়া যায় বাঘের পায়ের ছাপও। আর এই খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

- Advertisement -

সুন্দরবনের লোকালয়ে ঘাঁটি গেড়েছে বাঘ মামা৷ ফলে আতঙ্কে থরহরি কম্প হাল আস্ত তল্লাটের৷ আতঙ্কিত গোটা গ্রামের মানুষজন। এলাকায় ঘাঁটি গেড়েছেন বনকর্মীরা। জানা গিয়েছে, বাঘ ঢুলি, ভাসানী দু’নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বলে এলাকার বাসিন্দারা মনে করছেন। আতঙ্কের মধ্যে পরিবারের সদস্যদের ঘর বন্দি করে রাত পাহারার সামিল হয় পুরুষরা। তীব্র আতঙ্কের মধ্যে কাটে সারারাত।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে, সকালে এলাকায় আসে বনবিভাগের রায়দিঘি রেঞ্জের অফিসার ও কর্মীরা। এরপর বনকর্মীদের উদ্যোগে সরলা জঙ্গল লাগোয়া দক্ষিণ কাশীনগর এলাকায় জাল লাগানোর কাজ শুরু হয়। গ্রামের শিশু, মহিলা ও বয়স্ক মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নদীর পাড় বরাবর ও গ্রামের বেশ কিছু জায়গায় আলো লাগানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের।

সকল থেকেই এলাকায় চলছে নজরদারি৷ বন কর্তারা জানিয়েছেন, বাঘকে না ধরা পর্যন্ত জারি থাকবে তল্লাশি৷ বনকর্মীদের সাহায্য করতে এগিয়ে এসেছেন এলাকার বাঘ রক্ষা কমিটির সদস্যরা।

আরও পড়ুন: Sundarban: ফের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে দক্ষিণরায়ের হামলায় গুরুতর জখম কাঁকড়া শিকারী