‘এত লম্বা কাঁটাতারের কথা জন্মে শুনিনি’ BSF ইস্যুতে রাজ্যের পাশে Aparna Sen

0
150

কলকাতা: সীমান্ত ইস্যুতে এবার রাজ্যের পাশে দাঁড়ালেন বিদ্বজনেরা৷ প্রেস ক্লাবের এক অনুষ্ঠান থেকে বিশিষ্ট অভিনেত্রী, পরিচালিকা অর্পণা সেন রাজ্যের পাশে দাঁড়িয়ে বিএসএফ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন৷

- Advertisement -

অর্পণার কথায়, ‘‘এটা হতে পারে না৷ এত লম্বা কাঁটাতারের কথা আমি জন্মে শুনিনি৷ এতবড় কাঁটাতার হয় না৷ তার মধ্যে পুকুর রয়েছে৷ জঙ্গল রয়েছে৷’’ খানিক থেমে রাজ্যের প্রতি তাঁর আর্জি, ‘‘কাঁটাতারের মধ্যে মানুষ বাস করছে৷ এভাবে কি মানুষ বাস করতে পারে? ওরা তো কোনও দোষে দোষি নয়৷ শুধুমাত্র দুটো দেশের মধ্যে নাগরিক আদান প্রদান হয়েছে বলে তাঁরা দোষী সাব্যস্ত হয়ে গেলেন৷ কেন? আমার আর কিছু বলার নেই৷ যখন এগুলো ভাবি তখন সত্যি আমার কথা বন্ধ হয়ে যায়৷ আমি রাজ্যকে বলব, আপনারা ব্যবস্থা করুন৷’’

অভিযোগ করেছেন, ‘‘কাঁটাতারের মধ্যে রয়েছেন বলে ওই মানুষগুলো বিএসএফের জুলুমবাজির শিকার হবেন, এটা মেনে নেওয়া যায় না৷ নয় কাঁটাতার তুলে দিয়ে ওটার পিছনে অথবা মানুষগুলোকে এপাশে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে৷ কারণ, ওরাও মানুষ৷ ওদেরও বাঁচার অধিকার রয়েছে৷’’

প্রসঙ্গত, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের এক্তিয়ার ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করার সিদ্ধান্ত সামনে এনেছে কেন্দ্রীয় সরকার৷ এর বিরুদ্ধে সরব হয়েছে এরাজ্যের সরকার৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিএসএফের সীমানা বাড়িয়ে আদতে সীমান্তের বাসিন্দাদের ওপর জুলুমবাজি বাড়ানোর অপচেষ্টা শুরু হয়েছে৷ পরোক্ষে এদিন সেই একই অভিযোগ শোনা গিয়েছে অর্পণার মুখে৷ অত্যাচারের বিরুদ্ধে মানুষকে একত্রিত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন: Corruption: বন্যাত্রাণেও দুর্নীতির অভিযোগ, CAGকে দিয়ে অডিটের নির্দেশ আদালতের