সন্ত্রাস-খুন-বেকারত্বকে হাতিয়ার করেই ভবানীপুরে দিদিকে কোনঠাসা করতে মরিয়া শুভেন্দুরা

0
180

কলকাতা ও ব্যারাকপুর: ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে উপ-নির্বাচনের প্রচারে বিজেপির প্রধান হাতিয়ার তা আরও একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নন এমএলএ চিফ মিনিস্টার’ বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে৷

আরও পড়ুন: সাংসদের বাড়িতে বোমা হামলা: তদন্তে নামল NIA

- Advertisement -

শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে, একই দিনে প্রার্থী তালিকা সামনে এনেছে গেরুয়া শিবির৷ ভবানীপুর থেকে লড়ছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিদি বনাম দিদির লড়াইয়ে এবার জমে উঠেছে ভবানীপুর৷ দু’তরফই শুধু প্রচারে নেমে পড়েছে তা নয়, স্টার ক্যাম্পেনিংয়ের তালিকাও চূড়ান্ত৷

আরও পড়ুন: হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য, আপাতত শিক্ষকদের ফেরৎ দিতে হবে না ইনক্রিমেন্ট

নির্বাচনী কেন্দ্রের নাম যেহেতু ভবানীপুর এবং প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, স্বভাবতই শেষ মুহূর্ত পর্যন্ত এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির৷ সেটা আবারও স্পষ্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর দাবি, ‘‘ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখেই আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব৷ নন এমএলএ চিফ মিনিস্টারের রাজত্বে ভোট পরবর্তী সন্ত্রাসে প্রায় ১ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে৷ ৫০ জন খুন হয়েছেন৷ ৩০০ জন মহিলা অত্যাচারিত৷ এছাড়াও বাংলার বেকারত্ব সমস্যা প্রকট৷ এসবের প্রতিবাদ জানানোর জন্যই মানুষকে বলব- মমতা নয়, প্রিয়ঙ্কাকে ভোট দিন৷’’

একই সঙ্গে তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তীব্র শ্লেষের সুরে শুভেন্দু বলেন, ‘‘ওর কথার কোনও দাম নেই৷ উনি প্রধানমন্ত্রীর সম্পর্কে অনেক কথা বলেন, আবার প্রধানমন্ত্রীর সামনে গিয়ে হাতজোড় করে দাঁড়ান!’’