সাংসদের বাড়িতে বোমা হামলা: তদন্তে নামল NIA

0
136

কলকাতা ও ব্যারাকপুর: সাত সকালে সাংসদের বাড়িতে বোমা-হামলার ঘটনায় এবার তদন্তভার নিল National Investigation Agency বা এনআইএ৷ শুক্রবার এনআইএ এই তদন্তভার গ্রহণ করেছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, আজ শনিবার ঘটনাস্থলে যেতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ কারা বোমা মেরে ছিল? কি ধরনের বোমা ব্যবহার হয়েছিল? তার তদন্ত করবে NIA।

আরও পড়ুন: হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য, আপাতত শিক্ষকদের ফেরৎ দিতে হবে না ইনক্রিমেন্ট

- Advertisement -

প্রসঙ্গত, গত বুধবার সকালে সাংসদের মজদুর ভবনের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ৷ ঘটনার পর নিন্দায় সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ টুইট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যপাল৷ ঘটনার সময় সাংসদ অবশ্য বাড়িতে ছিলেন না৷ দিল্লি থেকে ফিরে রাতেই তিনি দাবি করেছিলেন, অবিলম্বে এনআইএকে দিয়ে তদন্ত করানো হোক৷ তাহলেই প্রমাণ হয়ে যাবে কারা এই হামলা চালিয়েছে৷ অবশেষে সেই দাবি মেনেই এই তদন্ত বলে মনে করা হচ্ছে৷

শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুরে সাংসদের বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ কোন দিক থেকে বোমা মারা হয়েছিল, সেসময় রক্ষীরা কোথায় ছিলেন, ক্ষতস্থল- সবই পরিদর্শন করেন শুভেন্দু৷ সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দুই জানান যে এই বোমা হামলার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এনআইএ৷ তবে এবিষয়ে এর চেয়ে বেশি কোনও মন্তব্য করতে চাননি তিনি৷

কেন এই বোমা হামলা তার ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু দাবি করেছেন, ‘‘অর্জুন সিং যাতে রাজনীতিতে না থাকেন, পৃথিবীতে না থাকেন তার জন্য মাঝে মধ্যে সুপারি কিলার নিয়োগ করা হয়৷ মণীশের ঘটনার দিনও প্রধান টার্গেট কিন্তু ছিল অর্জুন সিংই৷ এনআইএ তদন্ত শুরু করেছে৷ আশাকরি খুনীরা এবার গ্রেফতার হবে৷’’ যদিও তদন্ত বা তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷